‘হয় জিতবো অথবা হেরে যাবো, ড্র করা যাবে না’

সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় চারদিনের ম্যাচটি। প্রথম ম্যাচে ৭০ রানে হেরে যাওয়া নুরুল হাসানের দল এই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া। মঙ্গলবার অনুশীলন শেষে দলের কোচ মিজানুর রহমান বাবুল সেই কথাই জানিয়ে গেছেন।

সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুল বলেছেন, ‘ড্র করলে আমরা সিরিজ হেরে যাবো। তাই এই ম্যাচে ড্র করার কোনও সুযোগ নাই। খেলতে নামবো জেতার জন্য। হয় জিতবো অথবা হেরে যাবো, ড্র করা যাবে না।’

দেশের ক্রিকেটে ‘এ’ দলের গুরুত্ব নিয়ে বিসিবির এই কোচ বলেছেন, ‘জাতীয় দলের এক থেকে এগারো নম্বর পর্যন্ত যেকোনও পজিশনের ঘাটতি পূরণের বিকল্প হলো এই দলটা। দল যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারে তবে খেলোয়াড়দের অভিজ্ঞতাও হবে আন্তর্জাতিক পর্যায়ে। ঘরোয়া আর আন্তর্জাতিকের পার্থক্য অবশ্যই রয়েছে। ঘরোয়ার অভিজ্ঞতা দিয়ে আন্তর্জাতিকে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না।’

ক্রিকেটারদের স্কিল বাড়ানোর জন্য ম্যাচ খেলার বিকল্প দেখেন না বাংলাদেশের এই কোচ, ‘আমাদের খেলোয়াড়দের আরও স্কিলফুল হতে হবে। ৬টা ছক্কা মারা বল আসলে ৩টা মারতে পারছি, বাকি ৩টা পারছি না। এটাই স্কিল ডেভেলপের জায়গা যে আমি ৬টার মধ্যে ৫টা ছক্কা মারতে পারবো। দলের ক্রিকেটারদের সেভাবেই প্রস্তুত করার প্রক্রিয়া চলছে। সেজন্য বেশি বেশি ম্যাচ, হোম অ্যান্ড অ্যাওয়ে দুই জায়গাতেই খেলতে হবে। স্কিল বাড়ানোর জন্য প্র্যাকটিস প্রয়োজন কিন্ত ম্যাচ খেলার কোনও বিকল্প নেই।’