সৌম্যর ইনজুরিতে পাকিস্তান সিরিজের দলে মিরাজ

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে শুরুতে জায়গা হয়নি বিপিএলের সেরা খেলোয়াড় মেহেদী হাসান মিরাজের। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন, টি-টোয়েন্টির জন্য প্রস্তুত নন এই অলরাউন্ডার। যদিও সৌম্য সরকারের ইনজুরিতে কপাল খুললো মিরাজের। অবশ্য কোনও কিছু না করেই টি-টোয়েন্টিতে তার অন্তর্ভুক্তিটা বিস্ময়কর।

বৃহস্পতিবার দুপুর এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, সৌম ইনজুরিতে আক্রান্ত। এই কারণে পাকিস্তানে যাওয়া হচ্ছে না তার। তার বদলে দলের সঙ্গে যুক্ত হবেন মিরাজ।

মিরাজের পাকিস্তান সিরিজে অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘ওদের দলে বাঁহাতি ব্যাটারের আধিক্য অনেক বেশি। ও পাকিস্তানে আছে এবং সম্ভাব্য সেরা বিকল্প হওয়ার কারণে আমরা তাকে বিবেচনা করেছি।’ মিরাজ পাকিস্তান সুপার লিগ পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। পিএসএল শেষ করেই দলের সঙ্গে তিনি যোগ দেবেন। একই দলের হয়ে খেলছেন রিশাদ হোসেন ও সাকিব আল হাসান।

সৌম্য ডান পাশে পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করছেন। তার ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘সৌম্যর চোট সারতে ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। এই কারণে আগামী সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে অংশ নিতে পারবেন না।’

২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজ ২৯টি টোয়েন্টি খেলেছেন। টেস্ট ও ওয়ানডে নিয়মিত খেললেও এই ফরম্যাটে অ্নিয়মিত হয়ে পড়েছেন। বিশেষ করে বোলিংয়ে দুর্বলতার কারণে কুড়ি ওভারের ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না তিনি। যদিও গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে দারুণ পারফরম্যান্স করে হন টুর্নামেন্ট সেরা। এখন দেখার অপেক্ষা পাকিস্তানের বিপক্ষে হুট করে পাওয়া সুযোগ মিরাজ কতটা কাজে লাগাতে পারেন!