রাকিবুলের সাত উইকেট, শেষ বিকালে বাংলাদেশের অস্বস্তি

তৃতীয় দিনে এসে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। আগের দিন দাপট দেখানো দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল বৃহস্পতিবার ৩ উইকেটে ১৪৯ রানে ব্যাটিংয়ে নেমে রাকিবুলের ঘূর্ণিতে খেই হারিয়ে ২৪৩ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে ৩০৮ রান করা বাংলাদেশ ৬৫ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে খেলতে  নেমে তারা ২ উইকেটে ৫ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে, যা স্বাগতিকদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এগিয়ে ৭০ রানে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হিয়ারডেন ৪৬ ও অংগোমোদিতসে ৩২ রানে অপরাজিত থেকে বৃহস্পতিবার মাঠে নেমেছিলেন। চতুর্থ উইকেটে দুজনে ৮২ রানের জুটি গড়েন। হিয়ারডেন আরও ১৭ রান যোগ করে আউট হন। অন্য দিকে অংগোমোদিতসে ১১ রান যোগ করার পর ৪৩ রানে আউট হন। এর বাইরে অ্যান্ডিল চার্লসের ৪৩ রানের ওপর দাঁড়িয়ে প্রোটিয়ারা কোনোরকমে ২৪৩ রান করে। 

বাংলাদেশি বোলারদের মধ্যে রাকিবুল ৬৪ রান খরচায় নেন সাতটি উইকেট। রিপন মন্ডল দুটি ও মঈন খান একটি উইকেট শিকার করেন। মূলত রাকিবুলের বোলিংয়েই খেই হারিয়েছে প্রোটিয়ারা।

শুক্রবার ম্যাচের শেষ দিনে ৭০ রানে এগিয়ে থেকে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলি দ্বিতীয় ইনিংসে ১ রানে আউট হয়েছেন। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও ফিরেছেন ৪ রানে। ৫ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ ইমার্জিং দল শুক্রবার নতুন করে শুরু করবে। ক্রিজে আছেন আইচ মোল্লা (০) ও শাহাদাত হোসেন দিপু (০)।