আইপিএলে বাংলাদেশি বোলার হিসেবে এতদিন সাফল্যের চূড়ায় ছিলেন সাকিব আল হাসান। এবার তাকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে উইকেটের হিসেবে সাকিবকে পেছনে ফেলেছেন তিনি।
চার ওভারে গতকাল জয়পুরে কাটার মাস্টার ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। তাতে ৬০ ম্যাচে আইপিএলে তার উইকেট দাঁড়িয়েছে ৬৫। সাকিবের নামের পাশে অবশ্য ৭১ ম্যাচে রয়েছে ৬৩ উইকেট। মোস্তাফিজের অন্যতম নৈপুণ্যে দিল্লি ম্যাচটা জিতেছে ৬ উইকেটে।
চলতি মৌসুমে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লিতে যোগ দেন মোস্তাফিজ। এখন পর্যন্ত খেলেছেন ৩টি ম্যাচ। সব মিলিয়ে তার শিকার ৪ উইকেট। কিন্তু দিল্লির হয়ে তার ক্যাম্পেইন এখানেই শেষ হচ্ছে। কারণ দিল্লি প্লে-অফের টিকিট কাটতে পারেনি।
অপর দিকে, সাকিব খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তার দল লাহোর কালান্দার্স ফাইনালে আজ কোয়েটা গ্ল্যাডিয়টর্সের মুখোমুখি।