আইপিএলের প্লে অফে কোন চার দল খেলবে তা নিশ্চিত হয়েছে বেশ আগেই। এখন এই চার দলের মধ্যে চলছে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করার লড়াই। গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স লড়ছে প্রথম দুই দলের মধ্যে একটি হতে। তাহলে প্রথম কোয়ালিফায়ার হারলেও ফাইনালে ওঠার বাড়তি সুযোগ পাবে তারা। তিন বা চারে থাকলে এলিমিনেটরে খেলতে হবে, ওই ম্যাচে হারলেই বিদায়।
প্লে অফে ওঠা প্রতিটি দলেরই ১৩টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। গুজরাট ১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে। পাঞ্জাব ও বেঙ্গালুরুর পয়েন্ট ১৭ হলেও নেট রান রেটে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলিরা। ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে মুম্বাই। লিগ পর্বে একটি করে ম্যাচ বাকি চারটি দলেরই।
গুজরাট তাদের লিগ পর্বের শেষ ম্যাচ খেলছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। রবিবার বিকালের ম্যাচটি জিতলেই পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান নিশ্চিত হয়ে যাবে শুবমান গিলদের। ২০ পয়েন্ট হবে তাদের। চেন্নাইয়ের কাছে হারলে ১৮ পয়েন্টই থাকবে তাদের, সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকতে হলে বেঙ্গালুরুর শেষ ম্যাচ হারের আশায় থাকতে হবে গুজরাটকে।
দুই নম্বরে থাকা পাঞ্জাবের শেষ ম্যাচ ২৬ মে মুম্বাইয়ের বিরুদ্ধে। এই ম্যাচ দুই দলের কাছেই অতি গুরুত্বপূর্ণ। শ্রেয়াস আইয়াররা জিতলে এবং গুজরাটা ও বেঙ্গালুরুর মধ্যে কেউ শেষ ম্যাচ হারলেই প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে পাঞ্জাবের। আবার মুম্বাইয়ের কাছে হেরে গেলে তাদের নেমে যেতে হতে পারে চতুর্থ স্থানে।
তিন নম্বরে থাকা বেঙ্গালুরুর শেষ ম্যাচ ২৭ মে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে। প্রথম দুইয়ে থাকতে হলে জিততেই হবে কোহলিদের। পাশাপাশি গুজরাট ও পাঞ্জাবের মধ্যে একটি দলকে তাদের শেষ ম্যাচ হারতে হবে। তা হলে প্রথম দুইয়ে শেষ করতে পারবে বেঙ্গালুরু।
চতুর্থ স্থানে থাকা মুম্বাইকে প্রথম দুইয়ে থাকতে হলে জয় ছাড়া উপায় নেই। একই সঙ্গে গুজরাট বা বেঙ্গালুরুকে হারতে হবে শেষ ম্যাচে। ২৬ মে পাঞ্জাবের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে হার্দিক পান্ডিয়ার দল।