নিরাপদে পাকিস্তান পৌঁছালো বাংলাদেশ দলের প্রথম বহর

টি-টোয়েন্টি সিরিজ খেলতে তিনভাগে ভাগ হয়ে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। যার প্রথম বহর নিরাপদে আজ রবিবার লাহোরে পৌঁছেছে। প্রাথমিক ১০ সদস্যের দলটিতে ছিলেন হাসান মাহমুদ, মোহাম্মদ তানভির ইসলাম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব ও সাপোর্ট স্টাফরা। 

বাংলাদেশ, পাকিস্তান দুই দল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে ২৬ ও ২৭ মে। তিনটি ম্যাচই হবে একই ভেন্যুতে। ম্যাচ তিনটি হবে ২৮ ও ৩০ মে এবং ১ জুন।    

মূলত দুইটি দলে বিভক্ত হয়ে বাংলাদেশ দলের পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল ২১ মে। ফয়সালাবাদে ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু সাম্প্রতিক পাকিস্তান-ভারত সংঘাতে সময়সূচি পুনর্বিবেচনার ফলে নিরাপত্তা এবং অন্যান্য লজিস্টিক বিষয় মাথায় রেখে সিরিজটি তিন ম্যাচে সংক্ষিপ্ত করা হয়েছে।