নতুন শুরুর অপেক্ষায় পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশ

১৮ বছর পর বুধবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলতে নামছে এক নতুন বাংলাদেশ। কেননা মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৫ জনের দলটিতে নেই পঞ্চপাণ্ডবের কেউ। ২০০৭ সালের জুলাইয়ে ওয়ানডে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। আগে থেকেই ছিলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সেই থেকেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা মানেই পঞ্চপাণ্ডব প্রসঙ্গ। দেড় যুগের সেই ধারা বজায় ছিল সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এরপর মুশফিক-মাহমুদউল্লাহর বিদায়ে পঞ্চপাণ্ডবহীন হয়ে গেছে বাংলাদেশ দল। 

পঞ্চপাণ্ডবদের মধ্যে ওয়ানডেতে সবার আগে অভিষেক হয়েছিল মাশরাফির। ২০০১ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে খেলেন এই বোলিং অলরাউন্ডারের। এরপর ২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে অভিষেক হয় সাকিবের। একই দিনে ৫০ ওভারের ফরম্যাটে অভিষেক মুশফিকেরও। তামিম প্রথম ওয়ানডে ক্যাপ পরেন ২০০৭ সালের ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে। পঞ্চপাণ্ডবদের মধ্যে ওয়ানডেতে সবার পরে অভিষেক হয় মাহমুদউল্লাহর, ২০০৭ সালের জুলাইতেই। মজার ব্যাপার হচ্ছে পঞ্চপাণ্ডবের সবার অভিষেকই হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে!

২০০১ সালে অভিষেক হওয়া মাশরাফির ক্যারিয়ার শেষও হয় জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০২০ সালে সিলেটে নিজের শেষ ওয়ানডে খেলা ফেলেন তিনি। চলতি বছর মুশফিক ও মাহমুদউল্লাহও এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভাগে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। সাকিব দেশের বাইরে। গত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই আন্তর্জাতিক ওয়ানডে থেকে বিদায় নেওয়ার কথা ছিল তার। কিন্তু সেই সুযোগ হয়নি। ভবিষ্যতে জাতীয় দলে আর খেলবেন কিনা সেটিও অনিশ্চিত। 

দীর্ঘ সময় পর এই পাঁচ ক্রিকেটার ছাড়া মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। সবমিলিয়ে তরুণ নেতৃত্ব ও তরুণ দল নিয়েই বাংলাদেশ মাঠে নামছে। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল কেমন করে সেটিই এখন দেখার?