এমবাপ্পের প্রশ্নে এনরিকে, ‘অতীত নিয়ে কথা বলতে আসিনি’

একটা সময় কিলিয়ান এমবাপ্পেকে কেন্দ্র করেই পিএসজিতে সব কিছু ঘটতো। চ্যাম্পিয়ন্স লিগ জিততে প্রাণভোমরাও ভাবা হতো তাকে। সেই তারকাকে ছাড়াই এবার ইউরোপ সেরার মুকুট মাথায় দিয়েছে পিএসজি। এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষেই আজ রাত ১টায় ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামছে ফরাসি জায়ান্টরা। তাই ঘুরে ফিরে আসছে এমবাপ্পে প্রসঙ্গ। 

প্রসঙ্গটা আসছে তুলনার হিসেবে। পিএসজি কোচ লুইস এনরিকের সামনে প্রশ্ন করা হয়েছিল যে, এমবাপ্পে না থাকায় পিএসজি দলটা এখন আরও ভালো দলে পরিণত কিনা। এনরিকে বলেছেন, ‘এটা অতীতের প্রশ্ন। আমি এখানে অতীত নিয়ে কথা বলতে আসিনি। এখন শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবছি।’

এমবাপ্পেকে নিয়ে প্রশ্নের উত্তর না দিলেও এনরিকে এটা স্বীকার করেছেন, সাবেক শিষ্যর মুখোমুখি হওয়াতে সেটা লড়াইয়ে আরও ঝাঁজ এনে দিয়েছে। তার মতে, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলায় সেটা আরও বাড়তি প্রেরণা এনে দিচ্ছে।  

পিএসজিকে আবারও নিউ জার্সির কঠিন আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে। খেলা শুরু হবে দুপুরের তীব্র গরমে। মঙ্গলবার চেলসি ও ফ্লুমিনেন্সের সেমিফাইনালে তাপমাত্রাও ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল এবং আর্দ্রতা ছিল ৫৪%-এরও বেশি; ফলে সেখানকার আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছিল।

কন্ডিশন নিয়ে এনরিকে বলেছেন, ‘আমরা এটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এমন পরিবেশে খেলাটা বিশ্বকাপজুড়ে সাধারণ ব্যাপার হয়ে গেছে। এটা এখন স্বাভাবিক ব্যাপার। এই অবস্থায় খেলা চোখের জন্য মনোরম নয়, কারণ পারফর্ম করা কঠিন। তবে এটা দুই দলের জন্যই সমান।’

প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে নিয়ে তার কথা, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা অবশ্যই একটি বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। একই সঙ্গে আমরা এই ধরনের ম্যাচ খেলতে ভালোবাসি, কারণ এটা প্রমাণ করে আমরা আমাদের কাজ ঠিকভাবে করেছি এবং সেমিফাইনাল পর্যন্ত আসতে পেরেছি।’ 

এই ম্যাচের জয়ী দল রবিবারের ফাইনালে চেলসির মুখোমুখি হবে।