তাসকিনের ফেরার লড়াই শুরু

তাসকিনঅবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আইসিসি'র সাময়িক নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ। দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ইতিমধ্যেই বোলিং অ্যাকশন শুধরানোর কাজ শুরু করেছেন তিনি।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে শুরু হয়েছে তাসকিন আহমেদের অ্যাকশন সংশোধন কার্যক্রম। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হিথ স্ট্রিককে সঙ্গে নিয়ে বোলিং অ্যাকশনের কাজ করেন তরুণ এই ফাস্ট বোলার।

আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে তার বোলিংয়ে যে খুঁত ধরেছে আইসিসি সেটা শুধরিয়ে আসতে হবে। দিতে হবে আবার পরীক্ষা। তাতে পাস হলেই কেবল ফিরতে পারবেন তিনি।

উল্লেখ্য, গত ৯ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আরাফাত সানি ও তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ১৫ মার্চ বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন।
পরীক্ষায় দুজনের বোলিং অ্যাকশনই অবৈধ প্রমাণিত হয়। ফলে আপাতত আন্তর্জাতিক ক্রিটে থেকে আপাতত নির্বাসনে থাকতে হচ্ছে তাদের।

/এমআর/