অ্যাকশন শুধরে দ্রুত ফিরবে তাসকিন: স্ট্রিক

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ আছেন পেসার তাসকিন আহমেদ। ক্রিকেটে তার ফেরার বিষয়টি এখনও নিশ্চিত না হলেও তার গুরু হিথ স্ট্রিক আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন শিগগিরই অ্যাকশন শুধরে ক্রিকেটে ফিরবেন তাসকিন।
মঙ্গলবার টাইগারদের বোলিং কোচ বলেছেন, ‘ওর অ্যাকশন শুধরে নেওয়া নিয়ে আমাদের এখন সেভাবে চাপ নেই। তাই তাসকিনের বোলিংয়ে ফিরতে পুনঃপরীক্ষার জন্য সর্বোচ্চ এক মাস থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে।’
এর আগে অবশ্য তাসকিনের অ্যাকশন শুধরে নিতে ভালোভাবেই কাজ করতে হবে টিম ম্যানেজমেন্টকে। এ প্রসঙ্গে স্ট্রিক বলেন, ‘পুনঃপরীক্ষার আগে আমাদের শতভাগ নিশ্চিত হতে হবে ওর অ্যাকশন শুধরে নেওয়ার ব্যাপারে। তবে আমার মনে হয় না এরজন্য ওর বেশি বেগ পেতে হবে। কারণ তাসকিন ঢাকা প্রিমিয়ার লিগে খেলবে। সেখানে আমি যেভাবে তাকে বলেছি, সেভাবেই কিছু অ্যাকশন শুধরে বোলিং করবে।’

তাসকিনের নিষেধাজ্ঞা নিয়ে স্ট্রিক বলেন, ‘তাকে নিষিদ্ধ করার পর আমি নিজেও বিস্মিত হয়েছি। তার স্লোয়ার ডেলিভারি নিয়েই সমস্যা। তাই মনে হয় না এ নিয়ে ওর বেশি কাজ করতে হবে।’

/এফআইআর/