অধিনায়কত্ব ছাড়ছেন না ডু প্লেসিস

ডু প্লেসিসওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে প্রোটিয়াদের নেতৃত্বে ছিলেন ফাফ ডু প্লেসিস। তবে তিনি জানিয়েছেন দল হারাতে এখনই অধিনায়কত্ব ছাড়া নিয়ে ভাবছেন না তিনি।

ডু প্লেসিস জানালেন, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে প্রোটিয়ারা ভালো না করলেও দলের সবাই কিন্তু তার পাশেই আছেন। তিনি বলেন, 'দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে আমি ভালোবাসি। আমার বয়স এখন ৩১ চলছে। কাজেই প্রোটিয়া দলের জন্য এখনও অনেক কিছু করা বাকি আছে আমার। আসলে টি-টোয়েন্টি খেলা ছেড়ে দেব, এমনটা চিন্তাই করিনি।'

আগামী বছরের জানুয়ারির আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোনও টি-টোয়েন্টি ম্যাচ নেই। তাই আগামী কয়েক মাসের মধ্যে দলের পারফরম্যান্স নিয়ে মূল্যায়নে বসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।
অধিনায়ক ডু প্লেসিসের মতে, গত কয়েক মাসে বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে জেতা সিরিজগুলো বিচেনায় রাখা হবে। ২০১৩ সাল থেকে টি-টুয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন ফাফ ডু প্লেসিস।

/এমআর/