অধিনায়কত্ব ছাড়লেন আফ্রিদি

আফ্রিদিপদত্যাগ করেছেন পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক শহীদ আফ্রিদি। গত কয়েকদিন ধরেই পাক গণমাধ্যমের খবর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে পদচ্যুত করতে যাচ্ছে। এরই মধ্যে নিজেই পদত্যাগ করলেন আফ্রিদি। তবে অবসরে যাচ্ছেন না তিনি। জানিয়েছেন দলের একজন সদস্য হিসেবে দেশের হয়ে খেলে যেতে চান।

এক বিবৃতিতে আফ্রিদি বলেন, 'আমি আমার ভক্তদের জানাতে চাই, অধিনায়কত্বের পদ থেকে আমি পদত্যাগ করছি। দেশকে নেতৃত্ব দেওয়া আমার জন্য খুব গর্বের ছিল। এতদিন যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। তবে আমি দলের একজন সদস্য হিসেবে দেশের হয়ে খেলে যেতে চাই। আশা করি সমর্থকরা আমার সঙ্গেই থাকবেন।'

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পরই আফ্রিদি জানিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসরে যেতে চান তিনি। ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও এমন মন্তব্য করেন তিনি। পরবর্তীতে সে অবস্থান থেকে সরে আফ্রিদি জানিয়েছিলেন, অবসর না নিতে পরিবার ও বন্ধুদের কাছ থেকে প্রবল চাপের কারণেই তিনি সিদ্ধান্ত পাল্টেছেন।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানে বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার সম্মুখিন হন তিনি।Afridi
/এমআর/