নির্বাচক কমিটি অকার্যকর, সরে দাঁড়ালেন ওয়াকার

ক্ষমা চাইলেন ওয়াকারটি-টোয়েন্টি বিশ্বকাপের পর ব্যাপক পরিবর্তন হচ্ছে পাকিস্তান ক্রিকেটে। শহীদ আফ্রিদির মতো সরে দাঁড়িয়েছেন কোচ ওয়াকার ইউনুস। সঙ্গে পাকিস্তানের বর্তমান নির্বাচক কমিটিকেও অকার্যকর ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কোচ ওয়াকার চুক্তি শেষ হওয়ার তিন মাস আগেই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর একদিন আগেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান শহীদ আফ্রিদি। লাহোরে পিসিবির সঙ্গে আলোচনা শেষেই এ সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়াকারের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই সমালোচনার মুখে পড়ে হারুন রশিদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এরপরেই তাৎক্ষণিকভাবে তার কমিটিকে অকার্যকর ঘোষণা করে পিসিবি। আর নতুনভাবে নির্বাচক কমিটি করতে একটি বিশেষ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।    

মূলত এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের পরই একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। তাদেরকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স তদন্ত করারও দায়িত্ব দেওয়া হয়। এর ভিত্তিতেই নতুন করে সাজানো হচ্ছে পাকিস্তান ক্রিকেটকে।

/এফআইআর/