উইম্বলডন জিতে স্টেফির পাশে সেরেনা

000_CZ7SYআরেকটি উইম্বলডন শিরোপা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়াম। এই জয়ের মধ্য দিয়ে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতে জার্মান তারকা স্টেফি গ্রাফের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসালেন তিনি।

গত তিনটি গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে গিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ৩৪ বছর বয়সী মার্কিন তারকার। এই কেরবারের কাছেই হেরেছিলেন একবার। তবে এবার আর পাত্তা দেননি। জিতেই শেষ করেছেন উইম্বলডন মিশন। অ্যাঞ্জেলিক কারবারকে ৭-৫,৬-৩ গেমে হারিয়ে নিজের সপ্তম উইম্বলডন শিরোপা জিতলেন যুক্তরাষ্ট্রের তারকা। জেতার পর দুই হাতেই ভিক্টরি চিহ্ন দেখান সেরেনা। তবে এটা ভিক্টরি চিহ্ন নয় বরং দুই হাতে ২২টি গ্র্যান্ড স্ল্যাম বোঝান তিনি।

এদিকে তাকে জয়ের পর অভিনন্দন জানিয়েছেন কেরবার। তিনি বলেন, ‘প্রথমেই আমি সেরেনাকে অভিনন্দন জানাতে চাই। এটা আপনারই প্রাপ্য। আপনি চ্যাম্পিয়ন। আপনার বিপক্ষে খেলাটা আমার জন্য সম্মানের।'

/এমআর/