গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল

Photo of Press Conference for AFC U-16 Womens Football Championship 2017 (Qualifiers) dসাম্প্রতিক সাফল্যের ওপর ভিত্তি করে আগামী ২৭ আগস্ট থেকে ঢাকায় শুরু হওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল বাছাই পর্বে গ্রুপ সি'তে চ্যাম্পয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

সে লক্ষ্যে আজ ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে। দলে রয়েছে নেপালে ও তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া ১২ জন ফুটবলার। তাছাড়া মুল জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এমন খেলোয়াড় আছে ছয়জন।

কোচ গোলাম রাববানি ছোটন বলেন, 'গত আড়াই মাস কঠোর পরিশ্রম করেছে মেয়েরা। এর মধ্যে তিনটি প্রস্ততি ম্যাচে তারা জাতীয় দলকে হারিয়েছে। যদিও জাতীয় দলের খেলোয়াড়রা পুরোপুুরি খেলায় নেই একথাও বলতে হবে। আমরা নেপালে ইরানকে হারিয়েছি, গ্রুপটা কঠিন তবে আমি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বো।

অ-১৬ দলের মেডিক্যাল পার্টনার হয়েছে সিরাজ মেডিক্যাল হসপিটাল। আরেক কো-স্পনসর ওয়ালটনের অ্যাডিশনাল ডাইরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন দলকে উদ্দীপ্ত করতে দিয়েছেন পাঁচ লক্ষ টাকা পুরস্কারের প্রতিশ্রুতি। যদি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয় তবে ওয়ালটনের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণ, সিরাজ মেডিক্যালের কর্মকর্তা গাজি সারোয়ার বাবু, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন।

২৩ জনের স্কোয়াড: তাসলিমা, শিউলি আজিম, শামসুননাহার, নার্গিস খাতুন, মনসুরা পারভিন, মনিকা চাকমা, সানজিদা আকতার, মিসরাত জাহান মৌসুমি, সিরাত জাহান স্বপ্না, আনুচিং মোগিনি, মার্জিয়া, কৃষ্ণরানী সরকার, নিলুফা ইয়াসমীন নীলা, ইশরাত জাহান রত্না, মারিয়া মাণ্ডা, আনাই মোগিনি, রুমা আকতার, আখি খাতুন, তহুরা খাতুন, মাহমুদ আকতার, রুকসানা বেগম, মোসাম্মত সুলতানা ও নাজমা।

/আরএম/এমআর/