বেশি দিন মেসির সঙ্গে খেলতে না পারার আক্ষেপ রোনালদিনহোর

রোনালদিনহো-2আজকের লিওনেল মেসি হওয়ার পেছনে তার গুরুত্ব অনেক। আর্জেন্টাইন অধিনায়কও অনেকবার তার অবদানের কথা স্বীকার করেছেন সংবাদমাধ্যমের সামনে। বার্সেলোনার থাকার সময় তাদের সম্পর্কটা যতটা মধুর ছিল, এখনও আছে তেমনটাই। তবু একটা আক্ষেপ খুব করে তাড়িয়ে বেড়ায় রোনালদিনহোকে। বিশ্বসেরা হতে যাওয়া মেসির সঙ্গে খুব বেশি সময় যে খেলার সুযোগ পেলেন না! পেপ গার্দিওলা বার্সার দায়িত্ব নেওয়ার পরই ব্রাজিলিয়ান প্লে মেকারকে ছেটে ফেলেন দল থেকে। সেই আক্ষেপের কথাই রোনালদিনহো শুনিয়েছেন দুবাইয়ে দেওয়া এক সাক্ষাৎকারে।

রোনালদিনহোকে ছেটে ফেলার বড় কারণ ছিল তার বিশৃঙ্খল জীবন-যাপন। এত বেশি পার্টিতে মেতে থাকতেন যে, সেটা মেসি সহ অন্য তরূণ খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারে, এই ভয়েই গার্দিওলা তাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জোর গুঞ্জন আছে। ২০০৮ সালে বার্সেলোনা ছাড়া রোনালদিনহো তার আগে অবশ্য বেশ কয়েক বছর সুযোগ পেয়েছিলেন মেসির সঙ্গে খেলার। বার্সেলোনার মূল দলে আর্জেন্টাইন খুদে জাদুকরের মানিয়ে নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছেন এই রোনালদিনহোই। কিন্তু মেসির সঙ্গে আরও দিন খেলতে না পারার দুঃখটা ঠিকই আছে তার, ‘যা চেয়েছি আমি তার সবই পেয়েছি, আর এ জন্য আমি কৃতজ্ঞ। তবে হ্যা, মেসির সঙ্গে আরও অনেকটা সময় খেলতে পারলে খুব ভালো লাগতো। ও অসাধারণ এক খেলোয়াড়। আমি ভীষণ খুশি যে ওর ক্যারিয়ারের শুরুর দিকে ও প্রথম গোলে সাহায্য করতে পেরেছিলাম।’

২০০৩ সালে প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন রোনালদিনহো। দুর্দান্ত পারফরম্যান্সে কাতালান ক্লাবটিতে জিতেছেন প্রায় সব শিরোপা। তার ব্যাটনটাই হাত বদল হয় মেসির কাছে। আর্জেন্টাইন তারকার সঙ্গে যখন জমে গিয়েছিল তার জুটি, তখনই ন্যু ক্যাম্প ছাড়তে হয় তাকে। সেই কথাটাও উঠে এলো এই সাক্ষাৎকারে, ‘মেসিকে বিশ্বসেরা খেলোয়াড় হতে দেখেছি, এমন একজন খেলোয়াড়দের সঙ্গে আরও বেশি দিন খেলতে পারাটা অবশ্যই অসাধারণ ব্যাপার। যদিও হয়নি তা, কারণ বার্সেলোনায় আমার সময় শেষ হয়ে গিয়েছিল। ওই সময় অন্য কোনও জায়গায় অন্য কোনও উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে নেমে পড়তে হয়েছিল আমাকে।’

/কেআর/