পতুর্গালের জার্সিতে এক ম্যাচেই রোনালদোর ৪ গোল!

portugal-andorra-cristiano-ronaldo
এর চেয়ে ভালোভাবে ফেরা আর হয় না। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ার পর প্রথমবার নেমেছিলেন পর্তুগালের জার্সিতে। আর নেমেই ক্রিস্তিয়ানো রোনালদোর গোলোৎসব। এতটাই যে এক ম্যাচেই করে ফেললেন ৪ গোল! জাতীয় দলের জার্সিতে প্রথমবার তার ৪ গোল পাওয়ার দিনে পর্তুগালও ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে অ্যান্দোরাকে।

রিয়াল মাদ্রিদে সময়টা ভালো যাচ্ছিল না রোনালদোর। এ জন্য সমালোচনাও কম শুনতে হচ্ছে না তাকে। ওই নিন্দুকদের জবাব দেওয়ার জন্য পর্তুগিজ যুবরাজ বেছে নিলেন জাতীয় দলের ম্যাচ। ঘরের মাঠে প্রথম ৪ মিনিটেই দুইবার লক্ষ্যভেদ করেন রিয়াল তারকা। এর পর ৪৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করার পর চতুর্থ গোলটি করেন ৬৮ মিনিটে। এমনভাবে ফিরতে পেরে স্বভাবতই ভীষণ খুশি রোনালদো, ‘আমরা জানতাম প্রথম গোলটার গুরুত্ব কতটা, বিশেষকরে যে দলের ১১ খেলোয়াড়ের সবাই বলের পেছনে দৌড়ায়। আমি জানি দলে আমার গুরুত্ব কতটা, যেটা দলের অন্য খেলোয়াড়দের বেলারও একই। আমি ভীষণ খুশি, বিশেষকরে ইউরো চ্যাম্পিয়নশিপে পাওয়া চোটের পর এভাবে ফিরতে পেরে।’

পর্তুগালের জন্য তিনি সব সময় খেলে যেতে চান নিজের সেরাটা দিয়ে। লক্ষ্য তার এখন বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচ জেতার, ‘আমি আমার জাতীয় দলের জন্য সব সময় নিজের সেরাটা উজার করে দেই। বিশ্বকাপ বাছাইয়ে আটটি ম্যাচ, আর আমরা এই আট ম্যাচের সবক’টি জিততে চাই।’  

/কেআর/