কোচ ছাড়াই খেলতে নামলো মোহামেডান

জোশিকোচ ছাড়াই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে পড়লো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে জামালের সুইডিশ কোচ স্টেফান হ্যানসেনের বিপরীতে মোহামেডানের কোচের দায়িত্ব পালন করেন ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

মৌসুমের শুরু থেকে মোহামেডোনের কোচ ছিলেন জাতীয় দলের সাবেক উইঙ্গার কাজী জসিমউদ্দিন আহমেদ জোশি। মোহামেডানের এ বছরের দলটিতে নেই কোনও তারকা খেলোয়াড়। মাশুক মিয়া জনি জাতীয় দলের একমাত্র সদস্য, অধিকাংশ খেলোয়াড়ই নতুন এবং বিদেশি খেলোয়াড়রাও উঁচু মানের নয়। এ দল নিয়ে জোশি নয়টি খেলার ছয়টিতে ড্র করে তিনটিতে হারে।

এ প্রসঙ্গে জোশি বলেন, ‘ভালোভাবে দলকে অনুশীলন করানোর জন্য ও আমার টাকার ব্যাপারে কর্তৃপক্ষকে বারবার বলেছি। তারা আমার কথা শোনেনি, তাই গত ১০-১২ দিন খেলোয়াড়দের অনুশীলন করাইনি। ক্লাবও আমাকে ডাকেনি, তাই আমিও আর যাইনি।’

জানা গেছে সাবেক খেলোয়াড় মিজানুর রহমান ডন দলকে কোচিং করাচ্ছেন, পেশাদারী লিগের তকমা লাগানো বিপিএলে কোচ ছাড়াই ম্যাচ খেলে নতুন নিদর্শন স্থাপন করলো মোহামেডান।

/আরএম/কেআর/