চ্যাম্পিয়নস লিগ জিততে মরিয়া নেইমার

neymar_celebrates.vadapt.980.high.23ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। প্রথমবারে বাজিমাত করেও মন ভরেনি নেইমারের। ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুটটা আবার চান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমেই সেটা পাওয়ার জন্য মরিয়া বার্সেলোনা তারকা।

বুধবার চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটির। এই ম্যাচ দিয়ে সাবেক খেলোয়াড় ও কোচ পেপ গার্দিওলার সঙ্গে আবার দেখা হয়ে যাচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। ২০১৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর এবার দ্বিতীয়বার গার্দিওলা প্রতিপক্ষ দলের কোচ হয়ে দ্বিতীয়বার আসছেন ন্যু ক্যাম্পে। তার ছোঁয়ায় বদলে যাওয়া সিটিজেনদের বিপক্ষে কঠিন ম্যাচই অপেক্ষা করছে কাতালানদের। যদিও শুধু এই ম্যাচ নয়, এবারের চ্যাম্পিয়নস লিগটাই জেতার কথা জানিয়েছেন নেইমার। ইতিমধ্যে একবার ট্রফিটি জেতা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দ্বিতীয়টির জন্য আছেন মুখিয়ে, ‘এখানে আমার প্রথম মৌসুমেই জিতেছিলাম চ্যাম্পিয়নস লিগ। যদিও এটা আরও একবার জেতার জন্য আমি মরিয়া হয়ে আছি।’ সঙ্গে যোগ করলেন, ‘আপনি যখন ট্রফিটা জিতবেন, তখন একবারের জন্যও মনে হবে না যে লক্ষ্য পূরণ করে ফেললেন। বরং মনে হবে অর্জনের এই ধারা যেন ধরে রাখতে পারি, কারণ শিরোপা জেতার অনুভূতিটাই অন্যরকম।’

বার্সেলোনায় তার বেশি দিন হয়নি। ২০১৪ সালে যোগ দিয়েছেন নেইমার ন্যু ক্যাম্পে। এখানে এসে পেয়েছেন মেসি-ইনিয়েস্তাদের মতো খেলোয়াড়দের। যাদের এত এত সাফল্যের পরও শেষ হয় না শিরোপা জেতার ক্ষুধা। চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য এতটা মুখিয়ে থাকার কারণ ব্যাখ্যা দিলেন তিনি এভাবে, ‘বার্সেলোনার কিছু খেলোয়াড়ের দিকে একটু দেখুন, যারা অনেকটা সময় ধরে আছেন দলে। জিতেছেন শিরোপার পর শিরোপা, আর এটাই আমি অর্জন করতে এসেছি এখানে।’

/কেআর/