বিমানবন্দরেই থাকতে হলো ৯ ঘন্টা!

হহহহহহহসকাল ৯-২০ মিনিটে ঢাকায় এসে সন্ধ্যা সাড়ে ৬টায়, মানে ৯ ঘন্টা পর বিমানবন্দর  থেকে বের হলেন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনীতে খেলতে আসা ভুটানি ফুটবল তারকা চেনচো গেয়ালতসেন।

আজ বুধবার ভুটান থেকে ঢাকায় নেমে ইমিগ্রেশন পার হওয়ার সময় জটিলতায় পড়েন চেনচো। নিয়ম অনুযায়ী ভুটানি নাগরিকদের বাংলাদেশে আসতে ভিসা নিয়ে আসতে হয় না, ‘অন অ্যারাইভাল’  ভিসা প্রদান করা হয়। কিন্তু এটি সাধারণ পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য। চেনচো  ইমিগ্রেশনে নিজেকে খেলোয়াড় হিসেবে পরিচয় দিয়ে ‘ফুটকল খেলার জন্য এসেছি’ বলার পরই বাধে বিপত্তি। কারণ নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড়কে বাংলাদেশে আসার আগে নিতে হয় ‘পুলিশ ক্লিয়ারেন্স’, যা ছিল না চেনচোর। বাংলাদেশে  এটি  খেলোয়াড়দের প্রদান করে  স্পেশাল ব্রাঞ্চ । অতঃপর ক্লাব কর্মকর্তা, ভুটানি দূতবাস, বাফুফের বহুমুখি যোগাযোগ এবং ৯ ঘন্টা পর মেলে চেনচোর মুক্তি।

/আরএম/কেআর/