দ্রুত ফিরতে মরিয়া বেল

ইন্সটাগ্রামে পায়ের ছবিটি পোস্ট করেছেন বেলস্পোর্তিংয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে রিয়াল মাদ্রিদ ইনজুরিতে হারায় গ্যারেথ বেলকে। ম্যাচ শেষে প্রাথমিকভাবে জানা যায়, গোড়ালির চোটে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তখনই এল ক্লাসিকোতে তার না খেলা নিশ্চিত হয়ে যায়। কিন্তু সর্বশেষ পরীক্ষানিরীক্ষা শেষে দেখা গেছে, আরও দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে ওয়েলস তারকাকে।

এই মৌসুমের প্রায় তিন মাস বেল মাঠে নামতে পারবেন না জানা গেছে। সেটা বেড়ে দাঁড়াতে পারে চার মাসে। তবে ওয়েলস অধিনায়কের বিশ্বাস দ্রুত ফিরতে পারবেন তিনি। ইন্সটাগ্রামে নিজের গোড়ালির ছবি দিয়ে লিখেছেন, ‘শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ। গোড়ালিতে এখন বেশ ভালোবোধ করছি। মাঠে যত দ্রুত সম্ভব ফিরতে আমি সবকিছু করব।’

এরইমধ্যে রিয়ালের চিকিৎসা সুবিধা নেওয়া শুরু করেছেন বেল। ২৭ বছর বয়সীর অবস্থা নিয়ে এক বিবৃতিতে ক্লাব জানায় আগামী সপ্তাহে অস্ত্রোপচার করানো হবে তার। আগামী ২৯ নভেম্বর লন্ডনের রাজা এডওয়ার্ড সপ্তম হাসপাতালে ডাক্তার জেমস কালডারের অধীনে অস্ত্রোপচার করাবেন বেল।

/এফএইচএম/