অসম্ভব, অসম্ভব, অসম্ভব...

neymarকলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় স্তব্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন। কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন বিমানে থাকা ৮১ যাত্রীর মধ্যে ৭৬ জনই। ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব শাপেকোয়েনসেকে বহন করা বিমানটিতে থাকা খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের করুণ মৃত্যুতে শোক জানিয়েছে ক্রীড়াঙ্গনের সাবেক-বর্তমান খেলোয়াড়রা। দেশের ক্লাবের এই ট্র্যাজেডি কিছুতেই মানতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বার্সেলোনা তারকা হৃদয়বিদারক এই ঘটনা নিয়ে লিখতে গিয়ে বারবার ব্যবহার করেছেন একটা শব্দই-‘অসম্ভব’।

সপ্তাহ খানেক আগে আর্জেন্টাইন ক্লাব স্যান লরেঞ্জোকে হারিয়ে কোপা সুদামেরিকানার ফাইনালে উঠে শাপেকোয়েনসে। সেই ফাইনালের প্রথম লেগ খেলতে দলটি যাচ্ছিল কলম্বিয়ান ক্লাব অ্যাতলেতিকো ন্যাসিওনালের মাঠে। আকাশে উড়ে চলা বিমানে চড়ে চলে গেলেন তারা না ফেরার দেশে। ‍ঘটনাটি কিছুতেই মানতে পারছেন না নেইমার, ‘এই ট্র্যাজেডি বিশ্বাস করাটা অসম্ভব।’ ইনস্টাগ্রামে স্ট্যাটাসের পরের অংশে বার্সেলোনা ফরোয়ার্ড লিখেছেন, ‘এই ‍দুর্ঘটনা বিশ্বাস করা অসম্ভব। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা বিশ্বাস করা অসম্ভব। বিশ্বাস করতে পারছি না এই মানুষগুলো তাদের পরিবার ছেড়ে চলে গেছে বহুদূরে...বিশ্বাস করতে পারছি না, অসম্ভব।’

পৃথিবী ছেড়ে যাওয়া খেলোয়াড়দের স্বর্গ টেনে নিয়েছে বলেও লিখেছেন নেইমার পরের অংশে, ‘আজ পৃথিবী কাঁদছে, তবে আকাশ খুশি এই চ্যাম্পিয়নদের নিজের কাছে নিয়ে যেতে পেরে। স্বর্গ তাদের গ্রহণ করেছে।’

/কেআর/