শাপেকোয়েনসে পাবে সুদামেরিকানা শিরোপা

শাপেকোয়েনসের এই দল এখন শুধুই স্মৃতিশাপেকোয়েনসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ইভান তোজ্জো নিশ্চিত করেছেন, কনমেবল ২০১৬ সালের কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করবে ব্রাজিলিয়ান ক্লাবকে।

গত সোমবার কোপা ফাইনালের প্রথম লেগে খেলতে কলম্বিয়ার বিমানে উঠে আকস্মিক দুর্ঘটনায় মারা যান শাপেকোর ১৯ খেলোয়াড়সহ ৭১ যাত্রী। এরপর প্রতিপক্ষ অ্যাতলেতিকো ন্যাসিওনাল দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের কাছে শাপেকোকে শিরোপা দেওয়ার আবেদন করে।

শনিবার শাপেকোতে এক স্মরণসভা অনুশষ্ঠান শেষে তোজ্জো বলেন- শিরোপার প্রাইজমানি ক্লাবের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে কনমেবল, ‘আমরা সব ফেডারেশনের কাছ থেকে সমর্থন পাচ্ছি; সিবিএফ, কনমেবল, ফিফা এবং বিশেষ করে শাপেকোর জনগণের কাছ থেকে।’ এবার ধ্বংসস্তুপ থেকে দলকে টেনে তোলার চ্যালেঞ্জ শাপেকোয়েনস ক্লাবের সামনে এবং তোজ্জো দৃঢ়কণ্ঠে ঘোষণা দিলেন, ‘ঠিক এখন আমরা দলকে পুনর্গঠনে নামব। শাপেকোর মানুষ ফুটবল চায়, তারা ফুটবলকে ভালোবাসে। আগামী বছরের জন্য দল তৈরিতে চলুন আলোচনা শুরু করি এবং ভালোভাবে এগিয়ে যাই।’

/এফএইচএম/