ফেলাইনির ভুলের মাশুল দিল ম্যানইউ



JS115292209_REUTERS_fellaini-on-gueye-large_trans++vrw6jddRn8vAMv8z8p9o_t50LizafmDpm3Fku0rlPvwম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন বেলজিয়ান মিডফিল্ডার মারুয়ানে ফেলাইনি। কিন্তু ৮৫ মিনিটে বদলি হয়ে নেমে ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে পারলেন না। তার ভুলেই প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে জয়হীন থেকে মাঠ ছাড়তে হয়েছে জায়ান্টদের। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

যদিও এক পর্যায়ে ম্যাচটি জয়ের ধারাতেই নিয়ে গিয়েছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ১১ ম্যাচ ধরে জয় খরায় ভুগতে থাকা দলটিকে তৃতীয় জয়ের স্বাদ পাইয়ে দিতে ৪২ মিনিটেই গোল করেছিলেন তিনি। এ নিয়ে ৫ খেলায় ৬টি গোল করলেন ইব্রাহিমোভিচ।

এরপর আক্রমণে আরও ধার বাড়াতেই শেষ দিকে ফেলাইনিকে নিয়ে রণ পরিকল্পনা সাজান টাচ লাইন নিষেধাজ্ঞা থেকে ফেরা কোচ হোসে মরিনহো। যদিও সেই কৌশলে জল ঢেলে দেন ফেলাইনি নিজেই! নিজের সাবেক ক্লাবের ইদ্রিসা গুয়েকে দৃষ্টিকটূভাবে ফাউল করে বসেন।  ফলাফল পেনাল্টি। ৮৯ মিনিটে স্পট কিক থেকে জালে বল জড়ান বেইন্স।

সমতা নিয়ে মাঠ ছাড়া ম্যানইউর আরও হতাশার খবর হলো, এই মৌসুমে শেষ দশ মিনিটে গোল হজম করে দলটি খুঁইয়েছে ৭ পয়েন্ট! যেটা অন্য যে কোনও ক্লাবগুলোর থেকেও বেশি।

এদিকে ম্যানইউর হতাশার দিনে হাসতে পারেনি লিভারপুলও। শুরুতে এগিয়ে গেলেও বোর্নমাউথের কাছে চমক দেখে ৪-৩ গোলে হেরেছে তারা। উত্তাপ ছড়ানো ম্যাচে ২০ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন সাদিও মানে। ২২ মিনিটে ২-০ করেন ডিভক অরিগি। এরপর দ্বিতীয়ার্ধের পরই চিত্র পাল্টে দেয় বোর্নমাউথ। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোলে তাদের শুরু। যদিও উইলসনের পর ৬৪ মিনিটে লিভারপুলের ক্যানের গোলে কিছুটা ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছিল। ততক্ষণে স্কোর লাইন ছিল ৩-১। কিন্তু ৭৬ মিনিটেই খোলস থেকে বেড়িয়ে আসতে থাকে বোর্নমাউথ। ওই মিনিটে ফ্রেজার, ৭৮ মিনিটে কুকের গোলে সমতায় ফিরে উত্তাপ ছড়ায় বোর্নমাউথ। আর শেষ দিকে (৯০+৩ মিনিট)নাটকীয়ভাবে চমকে দিয়ে গোল করে জয় ছিনিয়ে আনেন আকে।

/এফআইআর/