শাপেকোয়েনসের জন্য খেলবেন নেইমাররা

chapecoenseশাপেকোয়েনসের জন্য মারাকানায় একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে সিবিএফ। ২২ জানুয়ারি সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে তারা চাইছে কলম্বিয়াকে।

বিমান দুর্ঘটনায় সব হারিয়েছে শাপেকোয়েনসে। ব্রাজিলিয়ান ক্লাবটিকে ইতিমধ্যে কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করেছে লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল। তাতে প্রাইজমানি হিসেবে প্রায় ৩ মিলিয়ন ডলারের মতো যোগ হয়েছে তাদের কোষাগারে। নিঃস্ব এই ক্লাবের উঠে দাঁড়ানোর জন্য এবার উদ্যোগ নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। শাপেকোয়েনসের জন্য মারাকানায় একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে তারা। ২২ জানুয়ারি সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে তারা চাইছে কলম্বিয়াকে।

প্রতিপক্ষ হিসেবে কলম্বিয়াকে বেছে নেওয়ার কারণও আছে। লাতিন আমেরিকার এই দেশে খেলতে যাওয়ার সময়ই বিমান দুর্ঘটনায় সব হারিয়েছে শাপেকোয়েনসে। কলম্বিয়ার ক্লাব অ্যাতলেতিকো ন্যাসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানার ফাইনালে নামার আগেই বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলিয়ান ক্লাবটির ১৯ খেলোয়াড় সহ মারা যান ৭১ জন। এখন এই ক্লাবে খেলার মতো টিকে আছেন মাত্র ছয় খেলোয়াড়। ট্র্যাজেডির শিকার শাপেকোয়েনসেকে সাহায্য করতে এবার মাঠে নামবেন নেইমাররা। সিবিএফ-এর জেনারেল সেক্রেটারি ওয়ালটার ফিডম্যান জানিয়েছেন তেমনটাই, ‘আমরা ইতিমধ্যে ফিফা ও কনমেবলের সঙ্গে যোগাযোগ করেছি। ম্যাচটা আমরা খেলতে পারি ২২ জানুয়ারি, নতুন মৌসুম শুরুর সপ্তাহখানেক আগে।’

প্রদর্শনী ম্যাচটির জন্য সিবিএফ ভেন্যু ঠিক করেছে ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়াম। আর ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে কলম্বিয়াকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যায় ওয়ালটার বলেছেন, ‘দীর্ঘ আলোচনার পর আমাদের মনে হয়েছে সবচেয়ে ভালো হয় ব্রাজিল জাতীয় দল খেললে। আর প্রতিপক্ষ হিসেবে শাপেকোয়েনসের শুভাকাঙ্খী-বন্ধুদের বিবেচনা করলেও আমরা বেছে নিয়েছি কলম্বিয়াকে, এই মুহূর্তে দেশটি আমাদের দলই।’ গোল ডটকম

/কেআর/