শাপেকোয়েনসের বিপক্ষে খেলবে বার্সেলোনা!

শাপেকোয়েনসের বিপক্ষে খেলবে বার্সেলোনা!
আসন্ন গ্রীষ্মে হোয়ান গ্যাম্পার ট্রফিতে ব্রাজিলিয়ান ক্লাবটির বিপক্ষে খেলতে চায় স্প্যানিশ জায়ান্টরা।  অবশ্য এমন উদ্যোগের পেছনে মহৎ উদ্দেশ্যই কাজ করছে বার্সার।

মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর থেকেই ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েনসের দিকে হাত বাড়াচ্ছে সকলেই। সেই ধারায় ক্লাবটির পাশে দাঁড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তাদের প্রাক-মৌসুম ফুটবল খেলার আমন্ত্রণ জানিয়েছে মেসিরা। আসন্ন গ্রীষ্মে হোয়ান গ্যাম্পার ট্রফিতে ব্রাজিলিয়ান ক্লাবটির বিপক্ষে খেলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। অবশ্য এমন উদ্যোগের পেছনে মহৎ উদ্দেশ্যই কাজ করছে বার্সার।

কলম্বিয়ায় মর্মান্তিক ওই দুর্ঘটনায় খেলোয়াড়, স্টাফসহ নিহত হয়েছেন ৭১ জন। তাই নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রাক মৌসুম টুর্নামেন্টে আমন্ত্রণসহ আরও কিছু উদ্যোগ নিয়েছে ক্লাবটি।  বিবৃতিতে বার্সা জানিয়েছে, ওই দুর্ঘটনায় ভুক্তভোগীদের শ্রদ্ধা ও ক্লাবটিকে বিপর্যয় থেকে উতরে যেতে সাহায্য করবে তারা। ইতোমধ্যেই ক্লাবটিকে আমন্ত্রণ পাঠানো হয়েছে।  

শুধু হোয়ান গ্যাম্পার ট্রফিতে আমন্ত্রণই নয়। ওই খেলাটিকে ঘিরে নানা আয়োজনের মধ্য দিয়েই ক্লাবটিকে সহায়তা করবে কাতালানরা। সঙ্গে অবকাঠামোগত উন্নয়নসহ ক্ষতি পুষিয়ে নিতেও শাপেকোয়েনসের দিকে সহায়তার হাত বাড়াবে স্প্যানিশ ক্লাবটি।

/এফআইআর/