বদলে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের সময়

champs২০১৮ সাল থেকে দুটো আলাদা সময়ে খেলা হবে ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই। বদলে যাওয়া সূচিতে ‘ম্যাচ ডে’তে বাংলাদেশ সময় রাত ১২টায় হবে দুটো ম্যাচ, এর পর রাত ২টা থেকে হবে বাকি ছয় ম্যাচ।

এক সঙ্গে দুটো বড় ম্যাচ, কোনটা রেখে কোনটা দেখবো-এই মধুর সমস্যার মধ্যে প্রায়ই পড়তে হয় ফুটবলপ্রেমিদের। বার্সেলোনা-আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়নস লিগ ম্যাচ একই সময়ে পড়লে রিমোট চেয়ে এই চ্যালেন থেকে ওই চ্যানেলে ঘুরপাক করার সঙ্গে আক্ষেপও ঝরে কারও কারও মুখে। সেই আক্ষেপে যেন আর না পুড়তে হয়, সে কারণেই চ্যাম্পিয়নস লিগে সময় পাল্টাচ্ছে উয়েফা। ২০১৮ সাল থেকে দুটো আলাদা সময়ে খেলা হবে ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই।

এখন চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শুরু হয় সেন্ট্রাল ইউরোপিয়ান টাইমে (সিইটি) রাত ৮-৪৫ মিনিটে, বাংলাদেশের সময় অনুয়ায়ী রাত ১-৪৫ মিনিটে। বদলে যাওয়া সূচিতে ‘ম্যাচ ডে’তে খেলা হবে দুটো আলাদা সময়ে। বাংলাদেশ সময় রাত ১২টায় হবে দুটো ম্যাচ, এর পর রাত ২টা থেকে হবে বাকি ছয় ম্যাচ। দর্শকরা যেন আরও বেশি ম্যাচ উপভোগ করত পারে, সেটা চিন্তা করেই নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নিযেছে উয়েফা। অবশ্য নতুন এই সময়সূচি চালু হবে সামনের মৌসুম থেকে। যদিও শুধু গ্রুপ পর্ব নাকি নকআউট পর্বের জন্যও এই সময়, সেটা উল্লেখ করেনি শুক্রবার শুরু হওয়া নির্বাহী কমিটির সভায়। মার্কা

/কেআর/