বার্নাব্যুতে ব্যালন ডি’অর হাতে রোনালদো

রোনালদো২০১৬ সালে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ক্রিস্তিয়ানো রোনালদো জিতেছেন ব্যালন ডি’অর। ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের দেওয়া পুরস্কারটি হাতে তুলেছেন তিনি চতুর্থবারের মতো। মর্যাদার সেই ট্রফিটি শনিবার রিয়াল মাদ্রিদ-গ্রানাদা ম্যাচের আগে তিনি উঁচিয়ে ধরলেন সান্তিয়াগো বার্নাব্যুতে।

গত মাসে পুরস্কারটি জেতার পর প্রথমবার তা হাতে তুললেন রোনালদো জনসম্মুখে। গ্রানাদার বিপক্ষে রিয়ালের লা লিগা ম্যাচের আগে বার্নাব্যুতে জড়ো হওয়া সমর্থকদের সামনে উঁচিয়ে ধরেন তিনি ট্রফিটি। রোনালদোর সেই ট্রফি পর্বে যোগ দেন মাদ্রিদের ক্লাবটির তিন কিংবদন্তি খেলোয়াড়-জিনেদিন জিদান, রোনালদো ও লুইস ফিগো। আর ভিডিও বার্তায় রোনালদোকে শুভেচ্ছা জানান ব্রাজিলিয়ান প্লে মেকার কাকা।

গত বছর ক্লাব ও জাতীয় দল পতুর্গালের জার্সিতে দুর্দান্ত পারফরম করেছেন রোনালদো। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পর ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন পতুর্গালের জার্সিতে। এই সাফল্য চতুর্থবারের মতো এনে দিয়েছে তাকে ব্যালন ডি’অর। এর আগে ‘সোনার বল’টি তিনি জিতেছিলেন ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালে। রিয়াল মাদ্রিদ ডটকম

/কেআর/