বার্সেলোনার অপরাজিত থাকার রেকর্ড ছুঁলো রিয়াল

realরিয়াল মাদ্রিদের সমর্থকরা ঠিক মনে করতে পারেন না শেষ কবে হারের তেতো স্বাদ নিতে হয়েছিল তাদের। মাদ্রিদের ক্লাবটি যে হারতেই ভুলে গেছে! না হারার একটা রেকর্ডও গড়ে ফেলেছে রিয়াল। লা লিগার ইতিহাসে টানা সবচেয়ে বেশি ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা ছিল বার্সেলোনার। শনিবার গ্রানাদার বিপক্ষে জয়ে সেই রেকর্ডে ভাগ বসিয়েছে ‘লস ব্লাঙ্কোরা’।

সান্তিয়াগো বার্নাব্যুতে গ্রানাদাকে হারিয়েছে রিয়াল ৫-০ গোলে। এই জয়ে তাদের অপরাজিত থাকার ম্যাচ সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৯-এ। তাতে টানা না হারার ম্যাচ সংখ্যায় তারা ছুঁয়ে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। কাতালান ক্লাবটি লুই এনরিকের অধীনে ২০১৫-১৬ মৌসুমে টানা ৩৯ ম্যাচ ছিল অপরাজিত। সেই রেকর্ডটাতেই শনিবার ভাগ বসিয়েছে জিনেদিন জিদানের দল।

ইতিমধ্যে নিজেদের ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ না হারার রেকর্ড গড়ে ফেলেছে রিয়াল। ৩৯ ম্যাচ অপরাজিত থাকার পথে রিয়াল জিতেছে ৩১ ম্যাচে, আর বাকি ৮ ম্যাচ শেষ করেছে ড্রতে। শেষবার ইউরোপ চ্যাম্পিয়নদের হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ২০১৬ সালের ৬ এপ্রিল, যখন চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাব উলফসবুর্গের বিপক্ষে হেরেছিল ‘লস ব্লাঙ্কোস’।

স্প্যানিশ ফুটবল ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা এখন বার্সেলোনার সঙ্গে ভাগাভাগি করলেও আর এক ম্যাচ না হারলেই এককভাবে সেটা হয়ে যাবে শুধু ‘লস ব্লাঙ্কোদের’। তখন তাদের সামনে থাকবে জুভেন্টাস। ইতালিয়ান ক্লাবটি আন্তোনিও কন্তের অধীনে ২০১১-১২ মৌসুমে অপরাজিত ছিল ৪৩ ম্যাচ। মার্কা

/কেআর/