ফেনী-বারিধারা দুই দলকেই নামিয়ে দিল বাফুফে

বাফুফেবাংলাদেশ প্রিমিয়ার লিগ রেলিগেশন প্লে-অফ না খেলা দুই দল সকার ক্লাব ফেনী ও উত্তর বারিধারা দুই দলকেই চ্যাম্পিয়নশিপ লিগে নামিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বাফুফেতে ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘দুই দলকেই আগামী বছর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রেলিগেটেড করা হয়েছে। এছাড়া দুই দলকে শৃঙ্খলা ভঙ্গের জন্য পাঁচ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। এক মাসের মধ্যে জরিমানা না দিলে ভিন্ন ব্যবস্থা নেওয়া হবে।’ 

৪ জানুয়ারি রেলিগেশন প্লে-অফে খেলার কথা ছিল উত্তর বারিধারা ও ফেনী সকারের। বিকাল সাড়ে ৩টায় খেলার কথা থাকলেও মাঠে আসেনি কোনও দলই।  মাঠে থাকা রেফারিরা ১৫ মিনিট অপেক্ষা করার পরও মাঠে উপস্থিত ছিল না তারা।

এমন ঘটনার মধ্য দিয়ে দেশের ফুটবলে উদাহরণই হয়ে থাকে ক্লাব দুটি। কারণ এর আগে কখনও কোনও দলের মাঠে উপস্থিত না হওয়ার ঘটনা ঘটেনি।

প্রিমিয়ার লিগে এবারের আসরে ওই দুই দলই ছিল তলানিতে। বাই-লজ অনুযায়ী পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলের দেশের একমাত্র পেশাদার লিগ থেকে বাদ পড়ার কথা। কিন্ত ২২ ম্যাচ শেষে উত্তর বারিধারা ও সকার ক্লাব ফেনী উভয়ের পয়েন্ট ১৮ হয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী দুই দলের মাঝে দুই লেগের প্লে-অফ হওয়ার পর ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল।

/আরএম/এফএইচএম/