এভারটনে বিধ্বস্ত ম্যানসিটি

গোলের পর এভারটন ফরোয়ার্ড রোমেলু লুকাকুদাঁড়াতেই পারেনি ম্যানচেস্টার সিটি। এভারটনের মাঠ থেকে ফিরতে হয়েছে তাদের ৪-০ গোলের লজ্জা নিয়ে। এই হারে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে আরও পিছিয়ে পড়ল পেপ গার্দিওলার দল।

গুডিসন পার্কে ম্যানসিটিকে গর্জে উঠার সুযোগই দেয়নি এভারটন। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া স্বাগতিকরা শেষ পর্যন্ত সিটিজেনদের বিধ্বস্ত করেছে ৪-০ ব্যবধানে। এ নিয়ে গত তিন সপ্তাহে লিগে দ্বিতীয় হারের মুখ দেখল গার্দিওলার দল।

এভারটন এতটাই গোছানো ফুটবল খেলেছে যে প্রথমার্ধে মাত্র একবার গোলে শট নিতে পেরেছিল ম্যানসিটি। বিপরীতে রোমেলু লুকাকুর লক্ষ্যভেদে কাজের কাজটা করে রেখেছিল স্বাগতিকরা আগেই। ৩৪ মিনিটে এই বেলজিয়ান ফরোয়ার্ডের লক্ষ্যভেদে লিড নিয়েছিল এভারটন। প্রথমার্ধে ওই গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া এভারটন দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ব্যবধান দ্বিগুণ করে। ৪৭ মিনিটে সিটিজেনদের জালে বল জড়ান কেভিন মিরালাস। সফরকারীদের দুর্দশার শেষ এখানেই নয়, ৭৯ মিনিটে ৩-০ করেন টম ডেভিস। আর ইনজুরি টাইমে ম্যানসিটির কফিনে শেষ পেরেকটি মারের আদেমেলা লুকমান।

এভারটনের বিপক্ষে বিধ্বস্ত হওয়ায় শিরোপা দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়ল গার্দিওলার দল। ২১ খেলা শেষে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকলেও এই জায়গা নিয়েও রয়েছে সংশয়। ৩ পয়েন্ট পিছিয়ে ষষ্ঠ স্থানে থাকা নগরপ্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড পরের ম্যাচে লিভারপুলকে বড় ব্যবধানে হারলেই উঠে যেতে পারে পঞ্চম স্থানে। গোল ডটকম

/কেআর/