বিএফএসএফের সেরা খেলোয়াড় জুয়েল রানা

এক ফ্রেমে পুরস্কারজয়ীরাএ বছর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে সেরা খেলোয়াড় হিসেবে শরীফ মেটাল বিএফএসএফ-বিপিএল অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা আবাহনীর জুয়েল রানা। 

বাংলাদেশ ফুটবল সাপোটার্স ফোরামের আয়োজনে আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা অডিটোরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায়। বিশেষ অতিথি ছিলেন বিওএর সদস্য খন্দকার হাসান মুনীর। প্রধান অতিথিসহ অন্যরা বিভিন্ন ক্যাটগরিতে পদকপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন। 

বিভিন্ন ক্যাটাগরীতে সন্মনানা প্রাপ্তরা হলেন:

ডিফেন্ডার- খালেকুজ্জামান সবুজ (উত্তর বারিধারা ক্লাব), মিডফিল্ডার- ইমন মাহমুদ (ঢাকা আবাহনী লি:), স্ট্রাইকার- তৌহিদুল আলম সবুজ (ঢাকা মোহামেডান স্পোটিং লি:), গোলরক্ষক- আশরাফুল রানা (চট্টগ্রাম আবাহনী), উদীয়মান খেলোয়াড়- জাফর ইকবাল (আরামবাগ ক্রীড়া সংঘ), সেরা খেলোয়াড়- জুয়েল রানা (ঢাকা আবাহনী লি:), সর্বোচ্চ গোলদাতা- সাজিদুর রহমান সাজিদ (আরামবাগ ক্রীড়া সংঘ), সেরা কোচ- কামাল বাবু (রহমতগঞ্জ এমএফএস), সেরা সহকারী কোচ- জুলফিকার মাহমুদ মিন্টু (চট্টগ্রাম আবাহনী লি:), সেরা গোলরক্ষক কোচ- নুরুজ্জামান নয়ন (মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়ার চক্র), সেরা রেফারি- আজাদ রহমান, সহকারী রেফারি- নুরুজ্জামান ও মাহমুদ জামাল ফারুক নাহিদ, সেরা সমর্থক- আতাউর রহমান (বিশেষ সন্মাননা), সেরা সংগঠক- একেএম মমিনুল হক সাইদ (সভাপতি, আরামবাগ ক্রীড়া সংঘ)। 

স্পন্সর প্রতিষ্ঠান: সাইফ পাওয়াটেক ও জেবি গ্রুপ।

/আরএম/এফএইচএম/