অষ্টম দলের খোঁজে আয়োজকরা

শেখ কামালবাকি রয়েছে আর ১১ দিন, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার অষ্টম দলটি। 

আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হতে যাওয়া আট দলের এই টুর্নামেন্টে অষ্টম দল হিসেবে খেলার কথা ছিল ফিলিপাইনের স্ট্যালিয়ন এফসির। কিন্ত তারা হঠাৎ করেই খেলতে অপারগতা প্রকাশ করে। এর আগে ফিলিপাইনের আরেক ক্লাব গ্লোবাল এফসিকে আনার চেষ্টা করেছিল আয়োজকরা। 

টুর্নামেন্ট কমিটি সূত্রে জানা গেছে- এখন কিরগিজস্তানের একটি ক্লাবকে আনার চেষ্টা চলছে। যা দুই একদিনের মাঝেই চূড়ান্ত হবে। টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কাল বুধবার, কিন্ত এখন তা পিছিয়ে গেল। 

টুর্নামেন্টে আয়োজক হিসেবে চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী লি. ঢাকা ও দশম স্থানে  বিপিএল শেষ করা ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়া খেলবে দক্ষিণ কোরিয়ার তৃতীয় বিভাগের দল এফসি পোশেন, নেপালের চ্যাম্পিয়ন মানাং মার্শিয়াংদি, আফগানিস্তানের শাহিন আসমাই ও মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। 

টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৮ ফেব্রুয়ারি। যা শেষ হবে ৪ মার্চ।

এর আগে প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ২০ অক্টোবর। ওইবার ফাইনালে কলকাতার ইস্ট বেঙ্গলকে ৩ -১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল চট্টগ্রাম আবাহনী।

/আরএম/এফএইচএম/