মৌসুম শেষেই অবসরে যাবেন ফিলিপ লাম

আন্তর্জাতিক ফুটবলকে ২০১৪ সালেই বিদায় বলেছিলেন এই ডিফেন্ডার। সেরাটা দিতে দিতে ক্লান্তই হয়ে গেছেন জার্মানির সাবেক অধিনায়ক ফিলিপ লাম। বর্তমানে বায়ার্ন মিউনিখের হয়ে খেলা এই তারকা তাই ভাবছেন ফুটবল থেকে পুরোপুরি অবসরের। বুন্দেস লিগার চলমান মৌসুম শেষেই বিদায় বলে দেওয়ার কথা বলেছেন জার্মান তারকা।

জার্মান কাপে শেষ ষোলোর ম্যাচে ভলফসবুর্গের বিপক্ষে জয়ের পরেই এই সিদ্ধান্তের কথা জানান বায়ার্ন অধিনায়ক। বলেন, ‘নেতৃত্ব গুন নিয়ে এই মৌসুম পর্যন্তই সেরাটা দিতে পারবো। প্রতিদিন, প্রতিটি অনুশীলনে এটা সম্ভব কিন্তু সেটা এই মৌসুমের শেষ পর্যন্তই। এরপর আর সম্ভব নয়।’

এই কথার ভেতর দিয়েই প্রমাণ হয় চুক্তির এক বছর আগেই অবসর নিয়ে ফেলতে যাচ্ছেন লাম। অবশ্য লাম জানিয়েছেন এমন ভাবনা ছিল অনেক আগে থেকেই, ‘গত বছর থেকেই এমন সিদ্ধান্ত নিয়ে ভাবছি।’

পেশাদার ফুটবলে খেললেও আন্তর্জাতিক ফুটবলকে ২০১৪ সালেই বিদায় বলেছিলেন এই ডিফেন্ডার। বিশ্বকাপে জার্মানির জয়ের পরই সরে দাঁড়ান তিনি।

/এফআইআর/