‘ভালো না খেললেও ফাইনালের দাবিদার বার্সেলোনাই’

বার্সাঅ্যাতলেতিকোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেও ৩-২ অগ্রগামিতায় কোপা দেল রে’র ফাইনালে উঠেছে বার্সেলোনা। দ্বিতীয় লেগে ফলটা যদিও মানতে পারছেন না খোদ বার্সেলোনা কোচ লুই এনরিকেই। অবশ্য বার্সা যে ফাইনালের দাবিদার, তাতে কোনও সন্দেহ নেই তার।

ভিসেন্তে কালদেরন থেকে ২-১ গোলে জিতে ফেরায় ন্যু ক্যাম্পে এগিয়ে ছিল বার্সেলোনা। যদিও ঘুরে দাঁড়াতে মরিয়া অ্যাতলেতিকোর সামনে দিতে হয়েছে তাদের কঠিন পরীক্ষা। লুই সুয়ারেসের লক্ষ্যভেদে ন্যু ক্যাম্পে বার্সেলোনা লিড নিলেও কেভিন গামেইরোর গোলে সমতায় ফেরে অ্যাতলেতিকো। গোটা ম্যাচের পারফরম্যান্স হিসাব করলে মাদ্রিদের ক্লাবটি ছিল অনেক এগিয়ে। জিততেও পারতো তারা, যদি না গামেইরো মিস করতেন পেনাল্টি। তাছাড়া রেফারির ভুলে একটা গোলও পায়নি অ্যাতলেতিকো!

সামনে থেকে সব কিছু দেখা এনরিকে তাই দলের পারফরম্যান্স খুশি নন। দ্বিতীয় লেগের পারফরম্যান্সে ১-১ গোলের ড্রটাও তাই তার কাছে মনে হচ্ছে ‘অনুচিত’। অবশ্য গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম করা বার্সেলোনাই যে ফাইনালের দাবিদার, সেটাও জানিয়ে রাখলেন ম্যাচ শেষে, ‘ফল কিছুটা বিভ্রান্তকর। ৯০ মিনিটের হিসাবে আমরা কোনোভাবেই এই ফলের (১-১ গোলের ড্র) যোগ্য নই, তবে আমরাই ফাইনালের দাবিদার। কারণ আজ রাতের (মঙ্গলবার) আগের এই টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্স ছিল অতুলনীয়।’

ফাইনালে উঠার পথে বড় বড় বাধা পেরিয়ে এসেছে বার্সেলোনা। অ্যাতলেতিকোর বিপক্ষে সেমিফাইনালের আগে খেলতে হয়েছে তাদের হারকিউলিস, অ্যাথলেতিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। মার্কা

/কেআর/