স্প্যানিশ কাপের ফাইনালে আলাভেসকে পেল বার্সেলোনা

বিজয়ের উল্লাস আলাভেস খেলোয়াড়দের

ক্লাব ইতিহাসে সর্বোচ্চ অর্জনের দেখা পেল আলাভেস। ২০০১ সালের পর প্রথমবার বড় কোনও প্রতিযোগিতার ফাইনালে উঠল তারা। বুধবার কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে তারা ১-০ গোলে হারায় চারবারের রানারআপ সেল্তা ভিগোকে।

ভিগোর মাঠে প্রথম লেগে গোলশূন্য ড্রর পর মিডফিল্ডার এডগার মেন্দেজের ৮২ মিনিটের গোলে ঐতিহাসিক জয় পায় আলাভেস। আগামী ২৭ মে তারা টানা দুইবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে মোকাবিলা করবে। শিরোপার প্রত্যাশা নিয়েই তারা কাতালান জায়ান্টদের মুখোমুখি হবে। কারণ চলতি মৌসুমের শুরুতে লা লিগার তৃতীয় ম্যাচে বার্সেলোনাকে ন্যু ক্যাম্পে ২-১ গোলে হারিয়েছিল বস্ক অঞ্চলের ক্লাবটি। শনিবার লিগে দ্বিতীয়বার মুখোমুখি হবে তারা।

আলাভেসের একমাত্র ফাইনাল খেলার অভিজ্ঞতা ছিল ২০০১ সালের উয়েফা কাপে(বর্তমান ইউরোপা লিগ)। লিভারপুলের বিপক্ষে সেই রোমাঞ্চকর ম্যাচে অতিরিক্ত সময়ের পর ৫-৪ গোলে হেরেছিল তারা। ১৯২১ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ১০ বছর পর চলতি মৌসুমে শীর্ষ লিগে উন্নীত হয়। আর নিজেদের উন্নতিটা ভালোভাবেই প্রমাণ করল আলাভেস। ক্লাব অধিনায়ক মানু গার্সিয়া বলেছেন, ‘আমরা আজ ইতিহাস তৈরি করলাম। মের ফাইনালে আমরা গৌরবোজ্জ্বল অধ্যায়ের খোঁজে খেলব।’

ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত নয়। তবে বার্সেলোনার চাওয়া রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হোক শিরোপার লড়াই। সূত্র- ইএসপিএনএফসি, গোলডটকম

/এফএইচএম/