সুয়ারেসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সার আপিলের সিদ্ধান্ত

14865901318964বার্সেলোনার আক্রমণভাগের ত্রিশূলকে পাওয়া যাবে না কোপা দেল রের ফাইনালে। কারণ লুই সুয়ারেস লাল কার্ড দেখেছেন সেমিফাইনালের দ্বিতীয় লেগে। কিন্তু তাকে শিরোপা নির্ধারণী ম্যাচে রাখতে মরিয়া কাতালান জায়ান্টরা। এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে তারা।

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ন্যু ক্যাম্পে শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুয়ারেসকে। প্রতিপক্ষের মিডফিল্ডার কোকেকে কনুইয়ের গুঁতো মারার অপরাধে ওই শাস্তি পেতে হয় উরুগুয়ান স্ট্রাইকারকে। ম্যাচ রিপোর্টে বলা হয়, বল দখলের সময় বেপরোয়াভাবে প্রতিপক্ষের খেলোয়াড়কে গুঁতো মারেন সুয়ারেস।

জানা গেছে প্রথমে কোপা দেল রে কমিটির কাছে এ শাস্তির বিরুদ্ধে আপিল করবে ক্লাবটি। এরপর আপিল কমিটির কাছে। এ দুই জায়গায় ব্যর্থ হলে ক্রীড়া আদালতের দ্বারস্থ হবে তারা। সূত্র- মার্কা

/এফএইচএম/