ফ্রি কিকে হোঁচট খেল চেলসি

চেলসির দেয়াল থামাতে পারেনি ব্রাডলির এ ফ্রি কিকশনিবার লিভারপুলের কাছে টটেনহ্যাম হেরে যায়। এতে শীর্ষস্থানে ব্যবধানটা ১২ পয়েন্টে বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল চেলসির। কিন্তু রবিবার বার্নলির মাঠে হোঁচট খেল তারা।

রবি ব্রাডির চমৎকার এক ফ্রি কিক গোলে জয়বঞ্চিত হয়েছে চেলসি। ১-১ গোলে তাদের রুখে দিয়ে টার্ফ মুরে অসাধারণ হোম পারফরম্যান্স ধরে রেখেছে বার্নলি।

২০ গজ দূর থেকে বাঁকানো এক ফ্রি কিকে চোখ ধাঁধানো গোল করেন আয়ারল্যান্ডের এ খেলোয়াড়। বার্নলির জার্সিতে এটি ছিল তার প্রথম গোল।

শুরুটা কিন্তু দারুণ করেছিল চেলসি। মাত্র ৭ মিনিটে পেদ্রোর গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ২৪ মিনিটের গোলে তারা হারিয়েছে পয়েন্ট।

বলার মতো খবর হচ্ছে, ২০১৩ সালের মার্চের পর লিগে এবারই প্রথম ফ্রি কিকে কোনও গোল হজম করল চেলসি।

চলতি মৌসুমে ২৫ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। টটেনহ্যাম ও আর্সেনালের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে তারা। আর ঘরের মাঠে দারুণ পারফরম্যান্সের সুবাদে ১২ নম্বরে উঠে এসেছে বার্নলি। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/