নেইমারের কাছে বার্সার টিকে থাকার সম্ভাবনা ১ শতাংশ

neymar৪-০ গোলের ব্যবধান টপকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সেলোনাকে লিখতে হবে নতুন ইতিহাস। বলতে গেলে সব শেষই হয়ে গেছে তাদের। নেইমারও তেমনটাই মনে করছেন, টুর্নামেন্টে টিকে থাকার মাত্র ১ শতাংশ সম্ভাবনা দেখছেন তিনি বার্সেলোনার।

প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার জন্য দল হিসেবে তো সমালোচনা শুনতেই হচ্ছে নেইমারকে, সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সে নিন্দুকদের কড়া সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে খুব একটা ভালো সময় যাচ্ছেন তার, তবে সবচেয়ে খারাপ কেটেছে সম্ভবত পিএসজির মাঠে। তার মতো বার্সেলোনার সব খেলোয়াড়কেই ভুগতে হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের অসাধারণ ফুটবলের সামনে।

৪-০ গোলের ব্যবধান কমিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়াটা একরকম অসম্ভবই। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ইতিহাস তেমনটাই বলছে। এখন পর্যন্ত কোনও দল এই ব্যবধান টপকে যেতে পারেনি নকআউট পর্বের পরের রাউন্ডে। বার্সাকে তাই লিখতে হবে নতুন ইতিহাস। আর সেই ইতিহাস লেখাটার যে একরকম অসম্ভব, সেটা মানছেন নেইমারও। নিজের ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মেনে নিয়েছেন বাস্তবতা, লিখেছেন, ‘আমাদের (বার্সেলোনা) ৯৯ শতাংশ বিশ্বাস, আমাদের সুযোগ মাত্র ১ শতাংশ।’

ঘুরে দাঁড়ানোর মিথ্যা স্বপ্ন যে বার্সেলোনা দেখছে না, সেটা নেইমারের বার্তাই বলে দিচ্ছে। মার্কা

/কেআর/