ড্র করে আশা বাঁচিয়ে রাখল আবাহনী

aaaদক্ষিণ কোরিয়ার পোচেওন সিটিজেন এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলে টিকে রইল বাংলাদেশ পিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। 

আজ সোমবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে আবাহনী দুই অর্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। তবে কোরিয়ান দলটিও গোলের কাছাকাছি এসেও জাল খুঁজে পায়নি। 

আবাহনী গোলরক্ষক শহিদুল আলম সোহেল ৪৪ মিনিটে চমৎকার এক ডাইভে দলকে বাঁচান। বক্সের ওপর থেকে বাঁকানো ফ্রি-কিক করেছিলেন কিওনডিউক, সোহেল বাতাসে গা ভাসিয়ে বল কর্নার করেন। 

প্রথমার্ধের বাড়তি সময়ে আবাহনীও ফেলে দীর্ঘ নিঃশ্বাস। ডানপ্রান্ত থেকে মাপা ক্রস করেছিলেন ইংলিশ মিডফিল্ডার জোনাথান ডেভিডস। ছোট বক্সের ওপর থেকে এমেকা ডারলিংটন যে হেডটি করেন, তা সোজা গিয়ে আঘাত করে পোচেওন এফসি গোলরক্ষকের মাথায়।

দ্বিতীয়ার্ধে চাপ সৃষ্টি করে কোরিয়ান ক্লাবটি। ৫৬ মিনিটে কিওন ডিউক বক্সের মাঝামাঝি বল তৈরি করে দেন পার্ক জুং সুকে, সময় নিয়ে ডান পায়ের শট নিলেও তা ক্রসপিসের উপর দিয়ে চলে যায়। 

৭৮ মিনিটে ভাগ্যগুণে বেঁচে যায় আবহনী। লি সিউন ইয়ুর জোরালো শটটি ক্রসপিসে আঘাত করে খেলায় ফিরে আসে। ৮৯ মিনিটে আবারও গোল মিসের মহড়া দেয় আবাহনী। জোনাথান ডেভিডসের কাট ব্যাকে ছোট বক্সের ওপর থেকে বল জালে জড়াতে পারেননি বদলি ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। 

দুই খেলায় পোচেওন এফসির পয়েন্ট ৪। প্রথম খেলায় মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ১-০ গোলে হারা আবাহনীর পয়েন্ট ১।

/আরএম/কেআর/