বার্সার ‘নিখুঁত’ কোচের বিদায়ের খবরে ব্যথিত গার্দিওলা

14884067424752চলতি মৌসুমের পর বার্সেলোনাকে বিদায় জানাবেন লুই এনরিকে। এমন খবরে মনের ব্যথা প্রকাশ করলেন কাতালান ক্লাবের সাবেক কোচ পেপ গার্দিওলা।

হাড্ডার্সফিল্ডের বিপক্ষে এফএ কাপের পঞ্চম রাউন্ডে জয়ের পর ম্যানসিটি কোচ আলোচনা করলেন এনরিকের বিষয়টি নিয়ে। বিষণ্নতা ভরা কণ্ঠে বার্সার সাবেক কোচ বলেছেন, ‘এ খবরে দুই ধরনের প্রতিক্রিয়া আমার। বার্সা ভক্ত হিসেবে, একজন সমর্থক হিসেবে আমার প্রাণের ক্লাব এটি। আমি খুব দুঃখ পেয়েছি। কারণ বার্সেলোনার একজন নিখুঁত কোচকে হারাতে যাচ্ছি আমরা।’

এনরিকে তার ব্যক্তিত্ব ও চরিত্র দিয়ে বার্সেলোনাকে অন্যরূপে তৈরি করেছেন বিশ্বাস গার্দিওলার, ‘আমি তাকে নিখুঁত বলছি তার ব্যক্তিত্ব ও চরিত্রের জন্য। এই তিনটি বছর তার খেলোয়াড়রা অবিশ্বাস্য ফুটবল খেলেছে।’ বার্সার সঙ্গে দুটি চ্যাম্পিয়নস লিগজয়ী সাবেক কোচ বলেছ্নে, ‘দ্বিতীয় প্রতিক্রিয়া হলো একজন কোচ হিসেবে তার সিদ্ধান্ত নেওয়ার কারণ আমি সম্পূর্ণ বুঝি। অবশ্যই তাকে শুভ কামনা জানাই।’ সূত্র- মার্কা

/এফএইচএম/