মেসি জাদুতে শীর্ষে বার্সেলোনা

মেসি জাদুতে শীর্ষে বার্সেলোনাউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আগে আগুন ফর্মে ফিরলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। স্প্যানিশ লা লিগায় সেল্তা ভিগোকে ৫-০ গোলে হারিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে তার দল বার্সেলোনা। যেই জয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। বাকি ‍দুটিও বানিয়ে দিয়েছেন তিনি।

এই ম্যাচ যে চ্যাম্পিয়ন্স লিগের আগে নিজেদের শো ডাউন তা একভাবে জানান দিয়ে রাখলেন মেসি। কারণ এই মৌসুমে এমন পারফরম্যান্স দেখা যায়নি তাদের! তাই এই ব্যবধানে জিততে পারলে রেকর্ডই গড়ে ফেলেবে জায়ান্টরা!

সেই লক্ষ্যে ম্যাচের ২৪ মিনিটেই দলকে এগিয়ে দেন প্রাণভোমরা মেসি। ৪৫ গজ দৌড়ে দুর্দান্ত শটে গোল করেন। এরপরে ব্যবধান দ্বিগুন করেন নেইমার (৪০ মিনিট)। দ্বিতীয়ার্ধে স্কোর লাইন ৩-০ করেন রাকিটিচ। চতুর্থ গোলটি আসে উমিতির পা থেকে ৬১ মিনিটে। এর তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।

এর মধ্য দিয়ে বিদায় নিতে যাওয়া কোচ লুই এনরিকের অধীনে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরলো বার্সা। ২৬ ম্যাচে তাদের অর্জন ৬০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে রিয়াল মাদ্রিদ।

/এফআইআর/