যারা ‘বিশ্বাস’ রেখেছিল তাদেরকে বার্সার জয় উৎসর্গ

দলের জয়ের পর এনরিকে ভুলেই গেলেন তিনি কোচএক কথায় অবিশ্বাস্য! বার্সেলোনার পাঁড় ভক্তরাও যেন বিশ্বাস করতে পারছিল না। এমনও কী হয়! এমন ঘুরে দাঁড়ানোকে ‘অলৌকিক’ ছাড়া আর কী-ই বা বলা যায়। কিন্তু মেসি-নেইমাররা বিশ্বাস রেখেছিলেন নিজেদের উপর, আর কোচ লুই এনরিকও।

অসম্ভব কিছু ঘটে যাওয়ার স্বপ্ন দেখেছিল ভক্তরাও। তাদের অন্ধ বিশ্বাস ছিল বার্সা পারবে। আর সেই বিশ্বাস যারা রেখেছিল তাদের এই ‘অবিশ্বাস্য’ জয় উৎসর্গ করলেন কোচ।

ইউরোপীয় টুর্নামেন্টের ইতিহাসে চার গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর রেকর্ড নেই । কিন্তু শেষ ৭ মিনিটে তিন গোল করে বার্সা উঠে গেল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। ভক্ত-সমর্থকদের বিশ্বাসের কারণেই দল জয় ছিনিয়ে আনতে পেরেছে মনে করেন এনরিকে, ‘আমি তাদের গুরুত্ব দিচ্ছি যারা ৪-০ গোলে হারের পরও আস্থা রেখেছিল। এ জয় তাদের উৎসর্গ করলাম কারণ আমরা হারলেম গ্লোব ট্রটার্স (প্রদর্শণী বাস্কেটবল দল) নই, এটা হলো ফুটবল।’

দলের মধ্যে ঘুরে দাঁড়ানোর কতটা বিশ্বাস ছিল জানতেন এনরিকে, ‘আমাদের দলের কেউই বিশ্বাস হারায়নি। তাদের গোলের পরও আমাদের পারফম্যান্স ছিল অসাধারণ। আমরা অনেক ঝুঁকি নিয়েছি এবং তার পুরস্কার হলো এটা।’

শেষ আটের প্রতিপক্ষ নিয়ে কোনও দুশ্চিন্তা নেই বার্সা কোচের। তার মতে, বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনালে দেখে অন্য দলগুলো খুশি হয়নি। এনরিকে বলেছেন, ‘নিশ্চয়, কোয়ার্টার ফাইনালে আমাদের উপস্থিতি অন্য দলগুলোর মতো আহামরি নয়। তবে আমাদের আট দলের সবারই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে।’ সূত্র- মার্কা

/এফএইচএম/