নাম ‘রেইমার’ হলেই বিশ্বসেরা হবেন নেইমার!

নেইমারপারফরম্যান্স দিয়ে বিশ্বের সেরা হওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছেন নেইমার। কিন্তু আরেকটি কাজ করলে বিশ্বসেরাদের কাতারে যেতে খুব বেশি সময় লাগবে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

সেরা হতে বার্সেলোনার ফরোয়ার্ডকে অদ্ভুত এক পরামর্শই দিলেন কাকা। তার বিশ্বাস- স্বদেশী গ্রেটদের পদাঙ্ক অনুসরণ করে বিশ্বসেরা হতে হলে নাম পাল্টাতে হবে নেইমারকে। সান্তোসের সাবেক তারকার নামের ইংরেজি আদ্যক্ষর ‘এন’ সরিয়ে ‘আর’ যুক্ত করার কথা বিবেচনা করতে বলছেন কাকা। অর্থাৎ নেইমারের নাম হতে পারে ‘রেইমার’!

অবশ্য পরামর্শটা না মানলেও কোনও সমস্যা নেই অরল্যান্ডো সিটি তারকার। তবে বিষয়টি বেশ ভেবেই বলেছেন কাকা, যার নামও ‘আর’ দিয়ে শুরু- রিকার্ডো। এছাড়া ব্রাজিলের কয়েকজন সাবেক গ্রেটদের নামও শুরু ‘আর’ অক্ষরে- রোমারিও, রোনালদো, রিভেলিনো, রিভালদো ও রোনালদিনহোদের সবাই ছিলেন দুর্দান্ত পর্যায়ে।

কাকা অদ্ভুত এ পরামর্শ দিয়েছেন এক টিভি সাক্ষাতকারে, ‘বার্সেলোনায় নেইমার যা করেছে তাতে করে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার খুব কাছাকাছি সে। কিন্তু আমি মনে করি যদি সে নাম পাল্টে ‘রেইমার’ রাখে, তাহলে আরও ভালো সুযোগ পাবে। সব সফল ব্রাজিলিয়ানদের নামের শুরু ‘আর’ দিয়ে।’

তবে যদি কাকার পরামর্শ মানেনও, তবুও মাঠে পারফরম্যান্সের ধারাবাহিকতা যে ধরে রাখতে হবে সেটা ভালোভাবেই জানেন নেইমার। সূত্র- মার্কা, গোলডটকম

/এফএইচএম/