ম্যানইউয়ে নেইমার অসম্ভব: মরিনহো

নেইমাররেড ডেভিল কোচের বিশ্বাস ওল্ড ট্রাফোর্ডে ব্রাজিল ও বার্সেলোনার তারকাকে আনা হবে খুবই কঠিন ব্যাপার।

নেইমারের সঙ্গে চুক্তি ‘অসম্ভব’ বলে মনে করেন ম্যানইউর কোচ হোসে মরিনহো। বেশ কয়েকটি রিপোর্টে জানা গেছে, ওল্ড ট্রাফোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে। প্রিমিয়ার লিগের অন্য ক্লাবগুলোও নাকি টাকার বস্তা ঢেলে দিতে প্রস্তুত।

অন্যদের খবর জানেন না মরিনহো। আপাতত নিজের কথাটা জানালেন পর্তুগিজ কোচ, ‘আমি সবসময় চেষ্টা করি ক্লাবের সঙ্গে সব কিছু নিয়ে পরিষ্কার থাকতে। আমাকে কী দেওয়া হবে সেটাও জানতে চাই ক্লাবের কাছে। নেইমারের বিষয়টি অযৌক্তিক। বার্সেলোনার মতো একটি ক্লাব নেইমারকে হারাবে না, হারাতে পারে না।’

মেসির সঙ্গে নেইমার ন্যু ক্যাম্পে থেকে যাবে বলেছেন মরিনহো, ‘আরও কয়েক বছর মেসি তরুণদের মতোই খেলে যাবে, প্রায় ৩০ বছর হলেও এখন সে ভালো খেলছে। আর মেসির পর বার্সেলোনায় নেইমার হবে সেরা খেলোয়াড়। আমি মনে করি এটা (নেইমারকে চুক্তি করানো) অনেকটা সিন্দুক ভেঙে ফেলার মতো। অসম্ভব।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/