মেসির গালি ছিল ‘উদ্দেশ্যহীন’

Lionel-Messi-argues-with-a-refereeচিলির বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ে সহকারী রেফারিকে উদ্দেশ্য করে গালি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন লিওনেল মেসি। অন্যায়ভাবে চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি তাকে দেওয়া হয়েছে মনে করেন তিনি।

বুয়েন্স আয়ার্সে কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের বিপক্ষে মেসি একমাত্র গোল করে দলকে জেতান। কিন্তু ম্যাচ শেষে তিনি সমালোচিত হন বিতর্কিত কর্মকাণ্ডে। শেষদিকে সহকারী রেফারির দিকে হাত উঁচু করে ক্ষোভ প্রকাশ করতে ও চিৎকার দিতে দেখা গেছে তাকে। ওই রেফারির সঙ্গে ম্যাচ শেষে হাতও মেলাননি তিনি।

আর ওই ঘটনা রেফারির রিপোর্টে উঠে না এলেও চোখ এড়ায়নি ফিফার। তদন্ত শেষে তাদের চোখে ধরা পড়ে সহকারী রেফারিকে গালি দিয়েছেন মেসি। বলিভিয়ার মাঠে আর্জেন্টিনার নামার পাঁচ ঘণ্টা আগে ফিফা তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করে। বলিভিয়ার ওই ম্যাচসহ উরুগুয়ে, ভেনিজুয়েলা ও পেরুর বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তাকে ছাড়া প্রথম ম্যাচে আর্জেন্টিনা হেরেছে ২-০ গোলে। আলবিসেলেস্তেদের বিশ্বকাপ খেলাও পড়েছে শঙ্কায়।

মেসির নিষেধাজ্ঞা নিয়ে সারা বিশ্বে যেন শোরগোল পড়ে গেছে। এমন শাস্তি মেনে নিতে পারছে না অনেকেই। যেমনটা পারছেন না মেসি। নিজেকে নির্দোষ দাবি করে এক বিবৃতি দেন ২৯ বছর বয়সী, ‘আমি সহকারী রেফারিকে উদ্দেশ্য করে কিছু বলিনি। কথাগুলো বলেছিলাম উদ্দেশ্যহীনভাবে।’ লা নেসিওনকে এ বিবৃতি দিয়েছেন মেসি। তবে বার্সেলোনায় বিমানবন্দরে নেমে কারও সঙ্গে কোনও কথা বলেননি তিনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সেক্রেটারি হোর্হে মিয়াদোস্কুই জানিয়েছেন, মেসির শাস্তির বিরুদ্ধে তারা আপিল করবেন। বার্সেলোনা তারকা সেখানে আত্মপক্ষ সমর্থন করবেন বলেই ধারণা। সূত্র- গোলডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/