‘রিয়ালের বিপক্ষে খেলা খুব কঠিন’

পেপ গার্দিওলাবার্সেলোনার খেলোয়াড় হিসেবে অনেকবার মুখোমুখি হয়েছেন তিনি রিয়াল মাদ্রিদের। কাতালান ক্লাবটির কোচ হওয়ার পর পেপ গার্দিওলাকে আবার ‘লস ব্লাঙ্কোদের’ সামলাতে হয়েছে ডাগ আউটে বসে। বায়ার্ন ‍মিউনিখের দায়িত্ব নেওয়ার পরও মুখোমুখি হয়েছেন তিনি মাদ্রিদের ক্লাবটির। রিয়ালকে তার চেয়ে ভালো আর কে জানে! সেই অভিজ্ঞতা থেকেই ম্যানচেস্টার সিটির কোচ জানালেন, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে খেলা ‘খুব কঠিন’।

গার্দিওলার সাবেক ক্লাব বায়ার্ন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়ালের। ঘরের মাঠে জার্মান চ্যাম্পিয়নরা ২-১ গোলের হারের পর সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ে ৪-২ গোলের হারের হতাশা নিয়ে। এরপরও বায়ার্নে তার চেয়ারে বসা কার্লো অ্যানচেলত্তির দলের প্রশংসা ঝরল সাবেক বার্সেলোনা কোচের মুখে। ১০ জনের দল নিয়েও বায়ার্ন যেভাবে লড়াই চালিয়ে গেছে, তাতে রীতিমত মুগ্ধ গার্দিওলা, বিশেষ করে খেলতে হয়েছে যখন রিয়ালের ঘরের মাঠে।

দ্বিতীয় লেগে আরতুরো ভিদাল দ্বিতীয় হলুদের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জন নিয়ে খেলতে হয় বায়ার্নকে। একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও বায়ার্ন চালিয়ে গেছে লড়াই। সেই মানসিকতারই প্রশংসা করলেন গার্দিওলা, ‘আমার কাছে যেটা মনে হয়, ১১ জনের বিপক্ষে ১১ জন খেললে বায়ার্ন মিউনিখ আরও ভালো করতে পারত। আমি জানি (সান্তিয়াগো) বার্নাব্যুতে মাদ্রিদের মুখোমুখি হওয়া ঠিক কতটা কঠিন। সব মিলিয়ে তারা (বায়ার্ন) নিজেদের দুর্ভাগা ভাবতে পারে।’

গার্দিওলার ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগ দৌড় থেমে যায় আরও আগেই। শেষ ষোলোতে দুই লেগ মিলিয়ে মোনাকোর সঙ্গে ৬-৬ গোলে ড্র করলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ফরাসি ক্লাবটি। ওই ম্যাচকে উদাহরণ হিসেবে সামনে এনে ট্রফি জয়ের গুরুত্ব বোঝালেন গার্দিওলা এভাবে, ‘মোনাকোর বিপক্ষে ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। আমরা ম্যাচটি জিতে পরের রাউন্ডে যেতে চেয়েছিলাম। শিরোপা খেলোয়াড় সহ সবার মনে আত্মবিশ্বাস জন্মায়। কিন্তু যদি জিততে না পারেন, তাহলে নিজের প্রতিই সন্দেহ তৈরি হয়।’ মার্কা

/কেআর/