রিয়ালের বিপক্ষে প্রতিশোধের কিছু দেখছেন না সিমিওনে

ডিয়েগো সিমিওনেচ্যাম্পিয়নস লিগে আবার দেখা হয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ-অ্যাতলেতিকো মাদ্রিদের। এবারের সাক্ষাতটা তাদের সেমিফাইনালে। উত্তেজনাকর এই মাদ্রিদ ডার্বির আবহে বাজছে প্রতিশোধের সুর। এই রিয়ালের বিপক্ষে হেরেই যে দুইবার ইউরোপিয়ান প্রতিযোগিতাটির শিরোপা হারিয়েছে অ্যাতলেতিকো। মাদ্রিদের ‘ছোটদের’ কোচ ডিয়েগো সিমিওনে অবশ্য এই দ্বৈরথে প্রতিশোধের কিছু দেখছেন না। তার কাছে রিয়াল অন্য সব প্রতিপক্ষের মতোই, যাদের বিপক্ষে জিতে নিশ্চিত করতে হবে ফাইনাল।

চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদ ডার্বি মঞ্চায়িত হওয়াটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। গত তিন আসরে দেখা হয়েছে রিয়াল-অ্যাতলেতিকোর, যার সবক’টিতে হেরেছে সিমিওনের দল। অ্যাতলেতিকো সমর্থকদের জন্য দুঃখটা আরও বেশি হওয়ার কারণ দুটো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হার। এবারের সেমিফাইনালের ড্র ভাগ্য মাদ্রিদের ক্লাব দুটিকে আবার দাঁড় করিয়ে দিয়েছে মুখোমুখি। তাই প্রতিশোধের ব্যাপারটি আসছে ঘুরেফিরে। যদিও অ্যাতলেতিকোর আর্জেন্টাইন কোচ প্রতিশোধের কিছু দেখছেন না, ‘ফাইনালে পৌঁছানোই হলো আসল লক্ষ্য, আর এই কাজের জন্য আপনাকে প্রতিপক্ষকে হারাতে হবে। সেই প্রতিপক্ষ যেই হোক না কেন, লক্ষ্যটা আপনার থাকবে একই- জয়।’

এই মুহূর্তে অবশ্য চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবার সময় নেই সিমিওনের। তাকে চিন্তা করতে হচ্ছে এস্পানিওলের বিপক্ষে লিগ ম্যাচটি। লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকলেও সমান ৬৫ পয়েন্ট নিয়ে নিঃশ্বাস ফেলছে ঘাঁড়ের ওপর। লিগ ম্যাচ নিয়েই তার সিমিওনের যত চিন্তা, ‘এস্পানিওলকে নিয়ে আমি ভাবছি, তৃতীয় স্থান ধরে রাখার চমৎকার এক সপ্তাহ এটি। এর চেয়ে বেশি কিছু ভাবছি না।’ গোল ডটকম

/কেআর/এফএইচএম/