মেসি ‘শেষ’ শুনলে হাসি পায় জামব্রোত্তার

জামব্রোত্তার (মাঝে) সঙ্গে মেসির উদযাপনের এ ছবি এখন অতীতজুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ন দুই ম্যাচে গোল পাননি লিওনেল মেসি। এল ক্লাসিকোর আগে বার্সেলোনার ফরোয়ার্ডকে নিয়ে তাই আবার শুরু সমালোচনা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী নিঃশেষ হয়ে যাচ্ছেন মনে করছেন কেউ কেউ। কিন্তু এসব সমালোচনা হাসাচ্ছে মেসির সাবেক বার্সা সতীর্থ জিয়ানলুকা জামব্রোত্তাকে।

জুভদের বিপক্ষে ১৮০ মিনিটে নিষ্প্রাণ ছিলেন মেসি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৫ বার লক্ষ্যে শট নিয়েও ব্যর্থ হন তিনি। তার দল বার্সেলোনা ৩-০ গোলের অগ্রগামিতায় ছিটকে যায়। তবে দুশ্চিন্তা এখন মেসিকে ঘিরে। ক্লাসিকোর আগে আর্জেন্টাইন তারকার এমন ‘নিস্তেজ’ ফর্ম ভাবাচ্ছে ভক্তদের।

ভক্ত ও সমালোচকদের তীক্ষ্ণ দৃষ্টির সামনে মেসিকে রক্ষা করতে এগিয়ে এলেন ইতালিয়ান ডিফেন্ডার। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মেসির সতীর্থ হিসেবে পাশে ছিলেন জামব্রোত্তা। ভারতীয় ক্লাব দিল্লি ডায়নামোসের বর্তমান কোচ এবারও পাশে দাঁড়ালেন, ‘মেসি শেষ হয়ে যাচ্ছে এটা যখন কাউকে বলতে শুনি, খুব হাসি পায় আমার।’

বার্সার প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে মেসির পরিসংখ্যানের তুলনা করতে গিয়ে জামব্রোত্তা বলেছেন, ‘আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু যদি ভুল না করি, বলা যায় মৌসুমের এ সময়ে এসে মেসি ও রোনালদো প্রায় সমান গোল করেছে। তারা একই অবস্থানে আছে।’ চ্যাম্পিয়নস লিগে মেসির ফর্ম নিয়ে সাবেক ইতালিয়ান তারকার মূল্যায়ন, ‘মেসি এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে অনেক গোল করেছে, একইভাবে লা লিগাতেও। তার ফর্ম অস্তমিত এটা কখনও বলতে পারেন না আপনারা। সম্ভবত সে অনেক বেশি পরিণত এবং বুঝতে পারে যে মাঝেমধ্যে তাকে থামতে হবে, যেমনটা আমরা বলি।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/