এল ক্লাসিকোয় গোল খরা কাটালেন ‘রক্তাক্ত’ মেসি

গোল উদযাপন মেসিরসেই কবে এল ক্লাসিকোয় গোল করেছিলেন লিওনেল মেসি। ২০১৪ সালের ২৩ মার্চ রিয়াল মাদ্রিদের মাঠে ৪-৩ গোলে জিতেছিল বার্সেলোনা। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পরে কেটে গেছে আরও ৫টি ক্লাসিকো, কিন্তু গোলের দেখা পাননি মেসি। অবশেষে অধরা গোলটির দেখা পেলেন তিনি। আর এল ক্লাসিকোয় প্রথমবার মেসির গোল উদযাপন দেখলেন বার্সা কোচ লুই এনরিকে।

এল ক্লাসিকোয় সর্বোচ্চ গোলের মালিক মেসি। রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে নামার আগে ২১টি এল ক্লাসিকো গোল ছিল তার ঝুলিতে। এদিন যুক্ত হলো আরও দুটি। সব মিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মেসির গোল দাঁড়াল ২৩টি।

রিয়ালের বিপক্ষে তিন বছর আগে হ্যাটট্রিক করে দলকে জেতানোর পর পাঁচ ম্যাচ খেলেছে বার্সেলোনা। দুই দলই ২টি করে জয় পেয়েছে, আর বাকিটি ড্র। যে ম্যাচগুলোতে আর্জেন্টাইন তারকা ছিলেন ছায়া হয়ে। বর্তমান মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে নিজেকে খুঁজে পেলেন মেসি।

রক্ত ঝরছিল মেসির মুখ থেকেতবে তাকে থামানোর যথাসাধ্য চেষ্টা করেছে রিয়াল। এমনকি রক্তাক্ত হতে হয়েছে মেসিকে। ২২ মিনিটে মার্সেলোর কনুইয়ের ধাক্কায় মুখে আঘাত পান বার্সা ফরোয়ার্ড। রক্ত পড়া বন্ধ করতে মুখে টিস্যু নিয়ে মাঠে নেমে পড়েন মেসি। কিন্তু আহত বাঘ যেমন আরও হিংস্র হয়ে উঠে, মেসিরও হলো ঠিক তাই। আধ ঘণ্টা পার হতেই রিয়াল এক গোলে এগিয়ে যাওয়ার কয়েক মিনিট পর খুদে জাদুকরের জাদু। ৩৩ মিনিটে বুসকেতসের পাসে ডানপ্রান্ত থেকে ইভান রাকিতিচ বল বাড়িয়ে দেন মেসিকে। আর্জেন্টাইন তারকা দ্রুততার সঙ্গে রিয়াল ডিফেন্ডারদের বোকা বানিয়ে কেইলর নাভাসের শেষ বাধা অতিক্রম করেন। মেসির বাঁপায়ের শট রিয়াল গোলরক্ষকের হাতের নিচ দিয়ে চলে যায় জালে।

এর পর প্রথমার্ধে আরও দুইবার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি। প্রত্যেকবার গোলপোস্টের পাশ দিয়ে চলে যায় বল। রক্ত ঝরানোর প্রতিশোধ নিতেই হয়তো মুখিয়ে ছিলেন মেসি। আর সেটা ভালোভাবে নিলেন দ্বিতীয় গোল করে দলকে জিতিয়ে। সূত্র- গোলডটকম

/এফএইচএম/